Sunday, November 9, 2025

নাম বদলের রাজনীতি এবার মধ্যপ্রদেশেও, হাবিবগঞ্জ স্টেশন হবে রানি কমলাপতি

Date:

নামে সংখ্যালঘু ছোঁয়া, যার জেরে এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে বদলে যেতে চলেছেন অত্যাধুনিক মানের রেলওয়ে স্টেশন হাবিবগঞ্জের(Habibganj) নাম। ইতিমধ্যে মধ্যপ্রদেশ(MadhyaPradesh) সরকারের তরফে কেন্দ্রের কাছে এই সংক্রান্ত আবেদন পাঠানো হয়েছে। যেখানে দাবি করা হয়েছে ভোপালের হাবিবপুর রেলওয়ে স্টেশনের নাম বদলে তা করা হোক রানি কমলাপতির(Rani kamalapati) নামে।

জানা গিয়েছে, রাজ্য পরিবহণ দপ্তরের তরফে স্টেশনের নামবদলের দাবি জানিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্র সচিবকে চিঠি লেখা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই বদলে যাবে এই স্টেশনের নাম। প্রসঙ্গত, হবিবগঞ্জ স্টেশন হল দেশে পিপিপি মডেলে আন্তর্জাতিক মানের প্রথম স্টেশন। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে পিপিপি মডেলে হবিবগঞ্জ নতুন টার্মিনাল তৈরি করা হয়েছে। পাশাপাশি যাত্রী সুবিধার থেকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এই স্টেশনে। আগামী ১৫ নভেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যপ্রদেশ সফরে অত্যাধুনিক মানের এই স্টেশনের উদ্বোধন করবেন তিনি। তার আগেই স্টেশনের নামবদলের দাবি উঠেছে বিজেপির তরফে।

আরও পড়ুন:Kangana Ranaut: বিতর্কিত মন্তব্যের জের! এবার কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের টিটাগড় থানায়

উল্লেখ্য, ষোড়শ শতাব্দীতে ভোপাল এলাকা গোণ্ড শাসকের অধীনে ছিল। অনেকেই বলেন, গোণ্ড রাজা সুরজ সিংয়ের ছেলে নিজামশাহর সঙ্গে রানি কমলাপতির বিবাহ হয়েছিল। রানি কমলাপতি তাঁর সারা জীবন বীরাঙ্গনা হিসেবে আক্রমণকারীদের সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছিলেন। এই কারণে হবিবগঞ্জ রেল স্টেশনের নাম গোণ্ড রানি কমলাপতির নামে করার দাবি তুলেছেন স্থানীয় বিজেপি নেতারা। পাশাপাশি স্টেশনের বর্তমান নাম হাবিবগঞ্জ রাখা হয়েছিল হাবিব মিয়ার নামে। তার আগে স্টেশনটির নাম ছিল শাহপুর। ১৯৭৯ সালে হবিব মিঞা স্টশন সম্প্রসারণের জন্য নিজের জমি দান করেছিলেন। তারপরেই স্টেশনের নাম হয় হবিবগঞ্জ।‌‌

 

Related articles

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version