Saturday, August 23, 2025

নাম বদলের রাজনীতি এবার মধ্যপ্রদেশেও, হাবিবগঞ্জ স্টেশন হবে রানি কমলাপতি

Date:

নামে সংখ্যালঘু ছোঁয়া, যার জেরে এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে বদলে যেতে চলেছেন অত্যাধুনিক মানের রেলওয়ে স্টেশন হাবিবগঞ্জের(Habibganj) নাম। ইতিমধ্যে মধ্যপ্রদেশ(MadhyaPradesh) সরকারের তরফে কেন্দ্রের কাছে এই সংক্রান্ত আবেদন পাঠানো হয়েছে। যেখানে দাবি করা হয়েছে ভোপালের হাবিবপুর রেলওয়ে স্টেশনের নাম বদলে তা করা হোক রানি কমলাপতির(Rani kamalapati) নামে।

জানা গিয়েছে, রাজ্য পরিবহণ দপ্তরের তরফে স্টেশনের নামবদলের দাবি জানিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্র সচিবকে চিঠি লেখা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই বদলে যাবে এই স্টেশনের নাম। প্রসঙ্গত, হবিবগঞ্জ স্টেশন হল দেশে পিপিপি মডেলে আন্তর্জাতিক মানের প্রথম স্টেশন। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে পিপিপি মডেলে হবিবগঞ্জ নতুন টার্মিনাল তৈরি করা হয়েছে। পাশাপাশি যাত্রী সুবিধার থেকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এই স্টেশনে। আগামী ১৫ নভেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যপ্রদেশ সফরে অত্যাধুনিক মানের এই স্টেশনের উদ্বোধন করবেন তিনি। তার আগেই স্টেশনের নামবদলের দাবি উঠেছে বিজেপির তরফে।

আরও পড়ুন:Kangana Ranaut: বিতর্কিত মন্তব্যের জের! এবার কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের টিটাগড় থানায়

উল্লেখ্য, ষোড়শ শতাব্দীতে ভোপাল এলাকা গোণ্ড শাসকের অধীনে ছিল। অনেকেই বলেন, গোণ্ড রাজা সুরজ সিংয়ের ছেলে নিজামশাহর সঙ্গে রানি কমলাপতির বিবাহ হয়েছিল। রানি কমলাপতি তাঁর সারা জীবন বীরাঙ্গনা হিসেবে আক্রমণকারীদের সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছিলেন। এই কারণে হবিবগঞ্জ রেল স্টেশনের নাম গোণ্ড রানি কমলাপতির নামে করার দাবি তুলেছেন স্থানীয় বিজেপি নেতারা। পাশাপাশি স্টেশনের বর্তমান নাম হাবিবগঞ্জ রাখা হয়েছিল হাবিব মিয়ার নামে। তার আগে স্টেশনটির নাম ছিল শাহপুর। ১৯৭৯ সালে হবিব মিঞা স্টশন সম্প্রসারণের জন্য নিজের জমি দান করেছিলেন। তারপরেই স্টেশনের নাম হয় হবিবগঞ্জ।‌‌

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version