Sunday, November 2, 2025

৪ ঘণ্টায় ২৩ কোটি টাকা! মোদিকে স্বাগত জানাতে খরচে মুক্তহস্ত মধ্যপ্রদেশ

Date:

Share post:

জনজাতি নেতা বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী এবার বেশ আড়ম্বরের সঙ্গে পালন করছে কেন্দ্রীয় সরকার(Central government)। এবছর বিরসা মুন্ডার জন্মদিনকে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে পালন করা হবে দেশে। ১৫ নভেম্বর বিশেষ এই দিনে মধ্যপ্রদেশে(Madhya Pradesh) উপস্থিত হবেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। ভোপালে নরেন্দ্র মোদির ৪ ঘণ্টার এই সফরে ২৩ কোটি টাকারও বেশি অর্থ খরচ করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। সম্প্রতি প্রকাশ্যে এলো এমনই তথ্য।

জানা গিয়েছে, জনজাতি যোদ্ধাদের সম্মান জানাতে ভোপালে এক অনুষ্ঠানের আয়োজন করছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। জামবুরি ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে ১ ঘন্টা ১৫ মিনিটের জন্য উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত দু লক্ষ জনজাতি মানুষকে নিয়ে আসা হবে। আর এই পুরো অনুষ্ঠান বাবদ খরচ করা হচ্ছে ২৩ কোটিরও বেশি টাকা। সরকারি হিসেব অনুযায়ী, জনজাতিভুক্তদের এই অনুষ্ঠানে আনতেই সরকার খরচ করছে ১৩ কোটি টাকা। এরপর পিপিপি মডেলে তৈরি দেশের প্রথম অত্যাধুনিক মানের হাবিবগঞ্জ স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জাঁকজমক করে মঞ্চ সাজানোর পাশাপাশি সেখানে জনজাতির মানুষদের যাতায়াত, থাকা, খাওয়ার পিছনেও ১২ কোটি টাকার বেশি খরচ করবে মধ্যপ্রদেশ সরকার।

আরও পড়ুন:Luizinho Faleiro: রাজ্যসভায় অর্পিতার আসনে মনোনীত হলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরো

জানা গিয়েছে, মধ্য প্রদেশ রাজ্যের ৫২ টি জেলা থেকে এই জামবুরি ময়দানে আনা হবে জনজাতি সম্প্রদায়ের মানুষদের। তাদের জন্য সাজানো হচ্ছে তাঁবু। প্রায় তিনশোর বেশি শ্রমিক ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এই ময়দান সাজানো। সবমিলিয়ে মোদির অনুষ্ঠানে যাতে জনসমাগমে কোনরকম খামতি না থাকে সেদিকে গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।

spot_img

Related articles

সাহস থাকলে কোর্টে চলুন, ‘গদ্দার’ শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ পার্থর

কথায়-কথায় কোর্টে গিয়ে মামলা করা বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকে পানিহাটির প্রদীপ কর (Pradip Kar) ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানালেন...

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...