Wednesday, November 12, 2025

৪ ঘণ্টায় ২৩ কোটি টাকা! মোদিকে স্বাগত জানাতে খরচে মুক্তহস্ত মধ্যপ্রদেশ

Date:

জনজাতি নেতা বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী এবার বেশ আড়ম্বরের সঙ্গে পালন করছে কেন্দ্রীয় সরকার(Central government)। এবছর বিরসা মুন্ডার জন্মদিনকে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে পালন করা হবে দেশে। ১৫ নভেম্বর বিশেষ এই দিনে মধ্যপ্রদেশে(Madhya Pradesh) উপস্থিত হবেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। ভোপালে নরেন্দ্র মোদির ৪ ঘণ্টার এই সফরে ২৩ কোটি টাকারও বেশি অর্থ খরচ করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। সম্প্রতি প্রকাশ্যে এলো এমনই তথ্য।

জানা গিয়েছে, জনজাতি যোদ্ধাদের সম্মান জানাতে ভোপালে এক অনুষ্ঠানের আয়োজন করছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। জামবুরি ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে ১ ঘন্টা ১৫ মিনিটের জন্য উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত দু লক্ষ জনজাতি মানুষকে নিয়ে আসা হবে। আর এই পুরো অনুষ্ঠান বাবদ খরচ করা হচ্ছে ২৩ কোটিরও বেশি টাকা। সরকারি হিসেব অনুযায়ী, জনজাতিভুক্তদের এই অনুষ্ঠানে আনতেই সরকার খরচ করছে ১৩ কোটি টাকা। এরপর পিপিপি মডেলে তৈরি দেশের প্রথম অত্যাধুনিক মানের হাবিবগঞ্জ স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জাঁকজমক করে মঞ্চ সাজানোর পাশাপাশি সেখানে জনজাতির মানুষদের যাতায়াত, থাকা, খাওয়ার পিছনেও ১২ কোটি টাকার বেশি খরচ করবে মধ্যপ্রদেশ সরকার।

আরও পড়ুন:Luizinho Faleiro: রাজ্যসভায় অর্পিতার আসনে মনোনীত হলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরো

জানা গিয়েছে, মধ্য প্রদেশ রাজ্যের ৫২ টি জেলা থেকে এই জামবুরি ময়দানে আনা হবে জনজাতি সম্প্রদায়ের মানুষদের। তাদের জন্য সাজানো হচ্ছে তাঁবু। প্রায় তিনশোর বেশি শ্রমিক ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এই ময়দান সাজানো। সবমিলিয়ে মোদির অনুষ্ঠানে যাতে জনসমাগমে কোনরকম খামতি না থাকে সেদিকে গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version