অর্পিতা ঘোষের(Arpita Ghosh) ছেড়ে আসা রাজ্যসভার আসনে প্রার্থী কে হবেন? পদত্যাগের পর থেকেই জল্পনা ছিল তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে। বাবুল সুপ্রিয়(Babul Suprio) থেকে ভোটকুশলী প্রশান্ত কিশোরের নাম শোনা গিয়েছে।
ইতিমধ্যে শনিবার সকালেই কলকাতায় চলে এসেছেন ফালেইরো। গোয়া নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল কংগ্রেসের। সম্ভবত শনিবারের বৈঠকেই প্রার্থীর নাম ঘোষণা করা হবে। ২৯ তারিখে ভোট। তার আগে সম্ভবত মঙ্গলবার মনোনয়ন জমা দেবেন ফালেইরো।