Monday, August 25, 2025

তৃণমূলের প্রার্থী দেখলেই তাড়া করার ‘হুমকি’ বার্তা ত্রিপুরার বিজেপি বিধায়কের

Date:

তৃণমূলের প্রার্থী দেখলেই তাড়া করার নিদান। জনসভায় প্রকাশ্যে এমনই ‘হুমকি’ বার্তা দিলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক। যখন তিনি বলছেন তখন মঞ্চে উপস্থিত রয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ বিপ্লব দেব।

কিন্তু মঞ্চে ‘হুমকি’ দেওয়া বিজেপি বিধায়ককে একবারের জন্য থামাতে বললেন না মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সেই জনসভার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে ত্রিপুরার বিজেপি বিধায়ক সুরজিৎ দত্ত বলছেন, তৃণমূলকে কোনও ভাবেই জমি ছাড়া যাবে না। আমাদের এখানে রাজত্ব করতে হবে। কাউকে কোনও ভাবে রেয়াত নয়। হাজার হাজার ভোট গিয়ে ভোটবাক্সতে ভরাতে হবে। আমি তোমাদের জন্য কাজ করি। তোমাদেরও আমাকে লিড দিতে হবে। কাউকে ছাড়বে না। তৃণমূল প্রার্থীকে যেখানে দেখবে সেখানেই তাড়া করবে।’
আর এই ঘটনার পর ফের ত্রিপুরায় সমস্যায় ঘাসফুল শিবির। বিজেপি বিধায়কের মন্তব্যের তীব্র নিন্দা করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ত্রিপুরায় জঙ্গলের রাজত্ব চালাচ্ছে বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপি বিধায়কের মন্তব্য প্ররোচনা ছড়াবে। এ ধরনের বক্তব্য সুপ্রিম কোর্টের অবমাননা। কারণ, আদালত অবাধ ও স্বচ্ছ ভোটের নির্দেশ দিয়েছে। এই ঘটনা থেকে প্রমাণিত ত্রিপুরায় তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি। দলের কর্মীরা আত্মবিশ্বাসী। বিষয়টি আদালতের গোচরে আনা হবে।

এমনিতেই ত্রিপুরায় পুরভোটে প্রার্থী দেওয়ার জন্য বারবার হামলা ও হুমকি দেওয়া হচ্ছে বিজেপির তরফে। কিছু প্রার্থীর বাড়ি ভাঙচুর ও মারধরের ঘটনাও সামনে এসেছে। এই বিষয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট ত্রিপুরার পুলিশমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিবকে বিশেষ নির্দেশ দিয়েছে। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, প্রত্যেক প্রার্থীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। প্রচার করতে দিতে হবে, নিরাপদে ও অবাধে ভোট করাতে হবে।
আগামী ২৫ নভেম্বর ত্রিপুরাতে পুরভোট। তার আগেই উত্তর-পূর্বের এই পাহাড় ঘেড়া রাজ্যে চড়ছে রাজনৈতিক পারদ।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version