Sunday, November 2, 2025

টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর টি-২০ সিরিজ খেলতে ভারতে পৌঁছল নিউজিল্যান্ড। কোচ গ্যারি স্টিড বলেছেন, এত তাড়াতাড়ি তাঁরা কখনও এক টুর্নামেন্ট থেকে আরেক সিরিজে ঢোকেননি। ফলে আসন্ন সিরিজ তাঁদের কাছে কঠিন ও চ্যালেঞ্জিং।
তবে জয়পুরে নেমে কিউয়িরা আরেক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। সেটা হল বায়ুদূষণ। গত এক সপ্তাহ ধরে পিঙ্ক সিটিতে এই দূষণের মাত্রা বেড়েই চলেছে। রবিবার শেষ রিপোর্টে বলা হয়েছে, ‘এয়ার কোয়ালিটি ভেরি পুওর!’ ধোঁয়াশার জন্য দৃশ্যমানতার মাত্রাও অনেক কমেছে। শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩৩৭-এ নেমে এসেছে। দেওয়ালির সময় যা ছিল ৩৬৪। এই আবহাওয়ায় অনেকেরই শ্বাসকষ্ট হচ্ছে। এরমধ্যে বুধবার সওয়াই মান সিং স্টেডিয়ামে প্রথম টি-২০ ম্যাচ। ফলে দেখার বিষয় আবহাওয়া ম্যাচে কী প্রভাব ফেলে। এর আগে ২০১৭-তে দিল্লিতে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচে বায়ুদূষণের জেরে শ্রীলঙ্কার প্লেয়াররা মাস্ক পরে মাঠে নেমেছিলেন। বুধবারের ম্যাচে কী হয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন- ICC: আইসিসি একাদশে জায়গা হল না কোনও ভারতীয় ক্রিকেটারের
এদিকে, নিউজিল্যান্ড কোচ স্টিড বলেছেন, এত কম সময়ের মধ্যে এমন ঠাসা শিডিউল তাঁদের জন্য বেশ চাপের। তবে তাঁদের টেস্ট দলের জনা দশেক সদস্য আগেই ভারতে পা রেখেছিলেন। তাঁরা পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন। ফলে সবাই মিলে আসন্ন সিরিজে ভাল পারফরম্যান্স করতে পারবেন। বোলার লকি ফার্গুসনের চোট নিয়ে প্রশ্ন রয়েছে। তবে স্টিড বলেছেন, ফার্গুসন এখন অনেকটাই ফিট। কিউয়ি কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, টি-২০ নয়, তাঁদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে টেস্ট সিরিজ। তিনি আশা করেন, এই সিরিজে তাঁরা ভাল ফল করবেন।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version