Sunday, November 2, 2025

টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন কোচ এবার নতুন দায়িত্বে। আগামী বছরের লিজেন্ড ক্রিকেট লিগের কমিশনার হলেন রবি শাস্ত্রী। সোমবার এই খবর ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, এই টুর্নামেন্টে খেলে থাকেন অবসর নেওয়া ক্রিকেট তারকারা। আগামী বছরের জানুয়ারিতে মধ্যপ্রাচ্যে এই প্রতিযোগিতার আসর বসবে।
এই প্রসঙ্গে শাস্ত্রীর মন্তব্য, ‘‘ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পেরে দারুণ লাগছে। বিশেষ করে, এই লিগে যখন ক্রিকেটের কিংবদন্তীরা অংশ নিয়ে থাকেন।’’ তিনি আরও বলেন, ‘‘এমন একটা অভিনব উদ্যোগের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। লিজেন্ড লিগের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল বলেই মনে করি।’’
এদিকে, ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পর থেকেই শাস্ত্রীর ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। জোর জল্পনা, তিনি আইপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজির কোচ হতে চলেছেন। এই চর্চায় নাম ভেসে উঠছে সদ্য আইপিএলে যুক্ত হওয়া আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির নাম। শাস্ত্রী নিজে অবশ্য বলছেন, ‘‘যদি সুযোগ পাই, তাহলে অবশ্যই আইপিএলে কোচিং করাব। কারণ আমি বরাবরই নতুন নতুন চ্যালেঞ্জ নিতে ভালবাসি। এর আগে কখনও আইপিএলে কোচিং করাইনি। তাই এটা আমার কাছে নতুন চ্যালেঞ্জ হবে। সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এই ভূমিকাতে আমাকে দেখা যেতেই পারে।’’
একই সঙ্গে পুরনো পেশা ধারাভাষ্য এবং ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবেও কাজ করতে পারেন বলে জানিয়েছেন শাস্ত্রী।

আরও পড়ুন- ICC: আইসিসি একাদশে জায়গা হল না কোনও ভারতীয় ক্রিকেটারের

তিনি বলেন, ‘‘ক্রিকেট থেকে অবসরের পর ২৩ বছর এই পেশার সঙ্গে জড়িয়ে ছিলাম। তাই ফের পুরনো পেশাতে ফিরে যেতেও কোনও আপত্তি নেই। সত্যি কথা বলতে কী, ভাষ্যকারের ভূমিকা আনার কাছে দারুণ উপভোগ্য ছিল। আমি নিশ্চিত, আবারও সফল হব।’’

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version