Wednesday, November 5, 2025

সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন না কোনও ভারতীয় ক্রিকেটার। এই সেরা দলে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া থেকে নির্বাচিত হয়েছেন তিনজন। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা থেকে দু’জন করে। এছাড়া পাকিস্তান ও নিউজিল্যান্ডের একজন করে।সোমবার এই দল ঘোষণা করেছে আইসিসি।

পাকিস্তানের বাবর আজমকে সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। ইয়ান বিশপ, শেন ওয়াটসনের মতো প্রাক্তন ক্রিকেট তারকা এবং ধারাভাষ্যকার ও বিশ্বকাপ কভার করতে আসা সাংবাদিকদের প্যানেল এই দল বেছে নিয়েছেন।
এই দলে ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নার ও জস বাটলারকে। তিন নম্বরে ব্যাট করবেন অধিনায়ক বাবর। চার ও পাঁচে যথাক্রমে চারিথ আসালেঙ্কা ও এইডেন মার্করাম। ছয়ে মইন আলি। সাতে ওয়ানেন্দু হাসারাঙ্গা। এছাড়া অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড, ট্রেন্ট বোল্ট ও আনরিখ নর্তজে নির্বাচিত হয়েছেন। দ্বাদশ ব্যক্তি বাঁ হাতি পাক পেসার শাহিন আফ্রিদি।
প্রসঙ্গত, মোট ৩০৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর। দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট ওয়ার্নার। তাঁর মোট রান ২৮৯। তালিকার তিন নম্বরে রয়েছেন বাটলার। তিনি করেছেন ২৬৯ রান।

নির্বাচিত একাদশ : বাবর আজম (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জস বাটলার (উইকেটকিপার), চারিথ আসালেঙ্কা, এইডেন মার্করাম, মইন আলি, ওয়ানেন্দু হাসারাঙ্গা, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড, ট্রেন্ট বোল্ট ও আনরিখ নর্তজে। দ্বাদশ ব্যক্তি শাহিন আফ্রিদি।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version