Tuesday, May 6, 2025

দীর্ঘ প্রতিক্ষার অবসান! শেষমেশ করোনা পর্বেই ছন্দে ফিরছে শিক্ষক থেকে পড়ুয়া সকলেই। রাজ্য সরকারের ঘোষণা মেনেই মঙ্গলবার থেকে চালু হল স্কুল-কলেজ। শারীরিক দূরত্ব থাকলেও পুরনো বন্ধুদের কাছে পেয়ে আত্মহারা পড়ুয়ারা।কোথাও পড়ুয়াদের ফুল আবার কোথাও পড়ুয়াদের কলম দিয়ে স্বাগত জানালেন শিক্ষকরা। সকাল থেকেই কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুল-কলেজের চিত্রটা ঠিক এইরকম।

আরও পড়ুন:Viral Video: চন্দননগরে পুলিশ কিয়স্কে ‘গুন্ডাগিরি’ প্রাইভেট সিকিউরিটি কর্মীদের, দ্রুত পদক্ষেপ জেলা পুলিশের

অতিমারি পর্বে এখনও কাটেনি। সংক্রমণের রাশ খানিকটা নিয়ন্ত্রণে এলেও মনে ভয় সকলেরই। তাই সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে একগুচ্ছ বিধিনিষেধ। থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা তো হচ্ছেই পাশাপাশি দুরত্ববিধির উপরও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। নির্দিষ্ট দূরত্ব মেনেই বেঞ্চে বসতে হচ্ছে পড়ুয়াদের। নির্দেশিকা অনুযায়ী টিফিন বক্স থেকে খাবার ভাগাভাগিও বন্ধ। তবে তাতে কী? মাস্ক পড়ে ক্লাস করলেও স্কুল খুলতেই দেখা গিয়েছে শ্রেণিকক্ষের সেই পুরনো ছবি।ক্লাস শেষ করে শিক্ষক বা শিক্ষিকারা বেরিয়ে যেতেই নিজেদের মধ্যে আড্ডায় মেতেছে পড়ুয়ারা।  পড়ুয়াদের কথায় অনলাইন ক্লাসে সামনাসামনি বন্ধুদের সঙ্গে গল্প করার সুযোগ মেলেনি। তা ফিরে পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি তারা।

এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, স্কুল খোলার ব্যাপারে মুখ্যমন্ত্রীর নির্দেশ মত পড়ুয়াদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার ভাবনাকে বাস্তবায়িত করতে পেরে আমরা খুশি। পরিস্থিতি অনুযায়ী ধাপে ধাপে নিচুস্তরের ক্লাসও খোলার কথাও ভাবা হচ্ছে। পাশাপাশি তিনি এও  জানান, স্কুল খোলার ব্যাপারে সমস্ত পরিকাঠামোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং পড়ুয়ারা কোভিড বিধি মেনে স্কুলে পঠন-পাঠন করায় আমরা খুশি। এদিকে একাধিক স্কুলে অফলাইনের পাশাপাশি চলছে অনলাইন ক্লাসও।   এপ্রসঙ্গে তিনি বলেন, পড়ুয়াদের স্কুল-‌কলেজে আসা আবশ্যক এমনটা নয়। পুরোটাই অভিভাবকদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তাই ডিপিএস রুবি পার্ক ও লা মার্টিনিয়ার স্কুলে চলছে হাইব্রিড ক্লাস। যেখানে একসঙ্গে অনলাইন ও অফলাইনে ক্লাস চলছে।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version