Saturday, August 23, 2025

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ, গোয়া কংগ্রেসকে তুলোধনা করলেন ফালেরিও

Date:

“কংগ্রেস দলটা বিধায়ক বেচার হোলসেলার৷ বিজেপির কাছে অন্তত ১৬ জন বিধায়ককে কংগ্রেস বিক্রি করেছে। গোয়ার(Goa) মানুষ কংগ্রেসকে(Congress) ভোট দিয়েছিল। বিজেপির(BJP) বিরুদ্ধে ভোট দিয়েছিল। কিন্তু গোয়ার মানুষের সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস। এখন ওরা নীতিকথা শেখাচ্ছে। ভোট সামনে আবার মাঠে নেমে পড়েছে। ওদের কোনও অধিকার নেই গোয়াবাসীর কাছে ভোট চাওয়ার।” ঠিক এই ভাষাতেই কংগ্ৰেসকে তুলোধনা করলেন লুই জিনহ ফালেরিও(luizinho faleiro)।

বাংলা থেকে রাজ্যসভার জন্য মনোনয়ন পেশ করেছেন ফালেরিও। রাজ্যসভার আসনে তাঁর জয় পুরোপুরি নিশ্চিত। এহেন পরিস্থিতির মাঝে বৃহস্পতিবার গোয়ায় আত্মবিশ্বাসী ফালেরিও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সংসদে গিয়ে তিনি গোয়ার মানুষদের দুর্দশার কথা তুলে ধরবেন। বিজেপির সরকার গোয়ার জন্য যে আসলে কিছুই করেনি তাও জানাবেন দেশবাসীকে। রাজ্যসভার সাংসদ পদ যে তাঁর কাছে রিটায়ারমেন্ট বেনিফিট নয় তাও জোর গলায় জানিয়েছেন ফালেরিও। তৃণমূল কংগ্রেস কেন গোয়ায় আসছে তা নিয়ে অনেকে অনেক কিছু বলছে। ফালেরিও বলেন, তৃণমূল কংগ্রেস গোয়ায় ভোট ভাগ করতে নয় গোয়ার মানুষের অধিকারের জন্য লড়াই করবে। জিতবে। সংসদেও এই অধিকারের কথা বলবে তৃণমূল কংগ্রেসের সব সাংসদরাই। আমি এখন আর একা নই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে গোয়ায় তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হবে। এদিন গোয়ার পানাজীর দলীয় দফতরে এভাবেই আক্রমণাত্মক ছিলেন দলের সর্বভারতীয় সহ সভাপতি লুই জিনহ ফালেরিও।

আরও পড়ুন:মণিপুর হামলায় জড়িত দুই জঙ্গি গ্রেফতার, জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

অন্যদিকে এদিন তৃণমূল নেতা লিয়েন্ডার পেজ গোয়ার মাপুসা মার্কেটে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাদের অভাব অভিযোগের কথা শোনেন। পাশাপাশি এদিন গোয়ার প্রখ্যাত ব্যবসায়ী উলবোর ফ্রেডরিক টিকলো যোগ দেন তৃণমূল কংগ্রেসে। লুই জিনহ ফালেরিও হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version