Friday, August 29, 2025

Administrative Meeting: যানজট বরদাস্ত নয়, দ্রুত করতে হবে ধর্মীয় সার্কিটের কাজ: নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

প্রাচীন শহর হাওড়া। রাস্তা যথেষ্ট সংকীর্ণ। সঙ্গে ইদানীং সাঁতরাগাছির গুরুত্ব বেড়েছে। ফলে বেড়েছে যান চলাচল। এর জেরে যানজটের সমস্যা দেখা দিয়েছে। যানজট হচ্ছে কোনা এক্সপ্রেসওয়েতেও। ঘটনা নজর এড়ায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)।

বৃহস্পতিবার, হাওড়ার শরৎ সদনে প্রশাসনিক বৈঠক থেকে সে কারণে রাস্তার উন্নয়ন এবং যান চলাচল নিয়ে কড়া নজরদারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কোনোভাবেই যেন এক্সপ্রেসওয়েতে যানজট না হয় সে বিষয়েও প্রশাসনিক কর্তাদের সতর্ক করেন মমতা। একই সঙ্গে হাওড়া এবং কলকাতার পুলিশকে সমন্বয়ের মাধ্যমে সাঁতরাগাছি-সহ হাওড়া শহরাঞ্চলের যানজটের সমস্যার সমাধান করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রাস্তার উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন PWD-কে।

আরও পড়ুন:Chief Minister: কাশফুল নিয়ে অভিনব ভাবনা মুখ্যমন্ত্রীর, হাওড়ায় দেখালেন শিল্পে নয়া দিশা

রাজ্যে একটি ধর্মীয় সার্কিট তৈরির স্বপ্ন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফুরফুরা শরিফ থেকে শুরু করে তারকেশ্বর হয়ে বীরভূমের কঙ্কালীতলা, তারাপীঠ, নলাটেশ্বরী ধর্মীয়স্থানগুলিকেকে এক সুতোয় বাঁধতে চান তিনি। ধর্মীয়স্থানের উন্নয়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সে কাজ ত্বরান্বিত করার প্রশাসনিক বৈঠক থেকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সব ধর্মীয়স্থান যেমন সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হয়।

ধর্মীয় স্থানের পাশাপাশি রাস্তা উন্নয়নের বিষয়েও জোর দেন মমতা। তিনি বলেন, কোথাও কোনও ভবন বা দোকান নির্মাণ হলে তার সামনের রাস্তা যদি ক্ষতিগ্রস্ত হয় তা সারিয়ে দেওয়ার দায়িত্ব নিতে হবে যাঁরা নির্মাণ করছেন তাঁদের।

প্রশাসনিক বৈঠক থেকে একাধিক সরকারি ভবন এবং একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version