Friday, August 29, 2025

চিংড়িহাটা এলাকা পরিদর্শনে সুজিত বসু, দুর্ঘটনার কারণ খুঁজবে আইআইটি খড়গপুর

Date:

দুর্ঘটনা যেন চিংড়িহাটা মোড়ের নিত্যসঙ্গী। এর সঙ্গে গোদের ওপর বিষফোঁড়ার মতো আছে নিত্যদিনের যানজট । যা নিয়ে মধ্যমগ্রামে উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর পরেই চিংড়িহাটা এলাকা পরিদর্শনে শুক্রবার সেখানে যান মন্ত্রী সুজিত বসু। দমকল মন্ত্রীর বিধানসভা এলাকার মধ্যেই পড়ে  এলাকাটি।
সেখানে গিয়ে ট্রাফিক পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। ঘুরে দেখেন চিংড়িহাটা ফুটওভার ব্রীজ। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন ডিসি সাউথ (ট্রাফিক), কেএমডিএ এবং বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা।
ফুটওভারব্রিজ পরিদর্শনের পর সুজিত বসু জানান, ‘চিংড়িহাটায় কেন একের পর এক দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হবে। কী কারণে চিংড়িহাটায় বারবার দুর্ঘটনা ঘটছে, কেনই বা যানজট তৈরি হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কেএমডিএ’র তরফে আইআইটি খড়গপুরকে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে।’
বুধবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, কলকাতা পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের দ্বন্দ্বের জেরে দুর্ঘটনা ঘটছে। নিজেরা বসে সমস্যার সমাধান করুন। আর একটিও দুর্ঘটনা চাই না। একজনেরও প্রাণহানি যেন না হয়।’
সেদিনই চিংড়িহাটা এলাকায় হাজির হয়েছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা, রাজ্য পুলিশের ডিজি ও বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা। বৃহস্পতিবার থেকে গার্ডরেল ও আটোঁসাটোঁ নিরাপত্তা দিয়ে মাইকিং করতে দেখা গিয়েছিল প্রশাসনের আধিকারিকদের।

Related articles

প্রেক্ষাগৃহে রহস্য থেকে রম-কম! ২৯ অগাস্টে বড়পর্দায় বাংলা–হিন্দি ছবির ভিড় 

আগামিকাল অর্থাৎ শুক্রবার সপ্তাহান্তে একসঙ্গে মুক্তি পেতে চলেছে একাধিক বাংলা ও হিন্দি ছবি। ফলে সিনেমাপ্রেমীদের জন্য পছন্দের তালিকা...

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...
Exit mobile version