Tuesday, May 13, 2025

নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ। প্রশাসন সূত্রের খবর শনিবার পর্যন্ত মৃত বেড়ে ২৪। বানভাসিতে নিখোঁজ শতাধিক। তিরুপতির (Tirupati) যে ভিডিও সামনে এসেছে তাতেও দেখা গিয়েছে শয়ে শয়ে পুণ্যার্থী জলবন্দি হয়ে পড়েছেন।

আরও পড়ুন:ত্রিপুরায় নির্লজ্জ বিজেপি, সায়নীর বিরুদ্ধে ভুয়ো মামলা দিয়ে হোটেলে পুলিশ

দু-দুটি নিম্নচাপের প্রভাবে টানা প্রায় দশদিন ধরে অন্ধ্রপ্রদেশের একাধিক এলাকায় বৃষ্টি চলছে। উপচে পড়েছে বাঁধ। বিপর্যস্ত সড়ক এবং রেল-যোগাযোগ। শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি বন্যা পরিস্থতি সরেজমিন দেখেন। উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এদিকে বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ।

অন্ধ্রপ্রদেশের হড়পা বানের প্রভাবে শুক্রবারই রায়লসীমা প্রদেশের অতিবৃষ্টিতে কমপক্ষে ১৩ জনের মৃত্যুর কথা জানা যায়। কাডাপার অন্নামাইয়া বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে জলের তোড়ে ভেসে যান বেশ কয়েকজন। অন্ধ্রপ্রদেশ স্টেট ট্রান্সপোর্টের কর্পোরেশনের তিনটি বাস বৃষ্টির জলে ভেসে যায়।টানা পাঁচঘণ্টার চেষ্টায় উদ্ধারকারী দল প্রায় ২০ জনকে উদ্ধার করে। পাশাপাশি ৮টি মৃতদেহও উদ্ধার করা হয়।

জানা গিয়েছে রাজ্যের রায়লসীমা অঞ্চলের একাধিক জেলার সড়ক পথ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। বহু জায়গায় রেল লাইনের উপর দিয়ে বইছে জল। রেল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে বিমান পরিষেবাতেও প্রভাব পড়েছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত কাডাপা বিমানবন্দর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...
Exit mobile version