Wednesday, November 5, 2025

Sayani Ghosh: ফের ত্রিপুরায় বড় জয় তৃণমূলের, জামিন পেলেন যুব সভানেত্রী সায়নী

Date:

আদালতে ত্রিপুরার বিজেপি (Bjp) পুলিশের ষড়যন্ত্র ফাঁস। গ্রেফতারের ২৪ঘণ্টার মধ্যেই জামিন পেলেন যুব নেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। ব্যক্তিগত ২০ হাজার টাকা বন্ডে জামিন পান তিনি।

সোমবার, পশ্চিম ত্রিপুরা জেলা আদলত থেকে জামিন পান যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ৷ রবিবার, দিনভর তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর খুনের চেষ্টার অভিযোগ-সহ বেশ কয়েকটি ধারায় গ্রেফতার করেছিল ত্রিপুরা পুলিশ৷ কিন্তু সায়নীর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সঠিক প্রমাণ দিতে পারেনি বিপ্লব দেবের দলদাস পুলিশ। এ দিন আদালতে পেশ করে সায়নীকে ২ দিনের জন্য হেফাজতে নেওয়ার আর্জি জানায় পুলিশ৷ সায়নী ঘোষের আইনজীবীরা জানান, ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন না৷ ফলে তাঁর বিরুদ্ধে গাড়ি দিয়ে ধাক্কা মারার চেষ্টার যে অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন৷ পুলিশের আবেদন খারিজ করে দেয় আদালত। ব্যক্তিগত বন্ডে জামিন পান তৃণমূলের যুব নেত্রী।

সায়নীর জামিন পাওয়া নৈতিক জয় তৃণমূলের। সায়নীর বলেন, সব ষড়যন্ত্র আদালতে ফাঁস হয়ে গিয়েছে। তাঁর পাশে থাকার জন্য তৃণমূল শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানান। বিশেষভাবে কৃতজ্ঞতা জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Bandyopadhyay)। তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের দাবি, সায়নীর বিরুদ্ধে পুলিশের অভিযোগ যে সাজানো ছিল, তা প্রমাণিত হয়ে গিয়েছে৷ কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ত্রিপুরা পুলিশের সাজানো চিত্রনাট্যের পর্দা ফাঁস হয়ে গিয়েছে।

আরও পড়ুন- Dead Body of Father-Garfa:  বেঁচে উঠতে পারে এই আশায় তিন মাস ধরে বাবার দেহ আগলে রাখলেন ছেলে

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version