আদালতে ত্রিপুরার বিজেপি (Bjp) পুলিশের ষড়যন্ত্র ফাঁস। গ্রেফতারের ২৪ঘণ্টার মধ্যেই জামিন পেলেন যুব নেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। ব্যক্তিগত ২০ হাজার টাকা বন্ডে জামিন পান তিনি।
সোমবার, পশ্চিম ত্রিপুরা জেলা আদলত থেকে জামিন পান যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ৷ রবিবার, দিনভর তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর খুনের চেষ্টার অভিযোগ-সহ বেশ কয়েকটি ধারায় গ্রেফতার করেছিল ত্রিপুরা পুলিশ৷ কিন্তু সায়নীর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সঠিক প্রমাণ দিতে পারেনি বিপ্লব দেবের দলদাস পুলিশ। এ দিন আদালতে পেশ করে সায়নীকে ২ দিনের জন্য হেফাজতে নেওয়ার আর্জি জানায় পুলিশ৷ সায়নী ঘোষের আইনজীবীরা জানান, ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন না৷ ফলে তাঁর বিরুদ্ধে গাড়ি দিয়ে ধাক্কা মারার চেষ্টার যে অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন৷ পুলিশের আবেদন খারিজ করে দেয় আদালত। ব্যক্তিগত বন্ডে জামিন পান তৃণমূলের যুব নেত্রী।
আরও পড়ুন- Dead Body of Father-Garfa: বেঁচে উঠতে পারে এই আশায় তিন মাস ধরে বাবার দেহ আগলে রাখলেন ছেলে
