Thursday, November 13, 2025

Susmita Dev: ত্রিপুরার মাটি ছাড়ব না, বিজেপিকে হারাবই: ওরিয়েন্ট চৌমোহনীতে পথসভা থেকে বার্তা সুস্মিতার

Date:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) পদযাত্রা এবং সভা আটকাতে বিভিন্ন নিয়ম জারি করছে বিপ্লব দেব (Biplab Dev) সরকার। তার মধ্যেই সোমবার দুপুর দুটোই ওরিয়েন্ট চৌমোহনীতে পথসভা করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সভায় উপস্থিত সাংসদ সুস্মিতা দেব (Susmita Dev), বাংলার মন্ত্রী ব্রাত্য বসু, অর্পিতা ঘোষ, কুণাল ঘোষ-সহ তৃণমূল নেতৃত্ব। ত্রিপুরায় পুরসভায় তৃণমূল প্রার্থীদের প্রচারে তৃণমূলের ইস্তেহার অনুযায়ী সব প্রতিশ্রুতি পালন হবে বলে আশ্বাস দেন সুস্মিতা দেব (Susmita Dev)। তিনি বলেন, ‘নবরত্ন’ প্রতিশ্রুতি পালন করবে তৃণমূল। আগরতলার স্মার্ট সিটি করা বিষয়ে বিজেপির (Bjp) প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলেন সুস্মিতা।

আরও পড়ুন-Drug case against Amazon: বেআইনিভাবে মাদক লেনদেনের অভিযোগে কাঠগড়ায় অনলাইন সংস্থা আমাজন

তৃণমূলের (Tmc) রাজ্যসভার সাংসদ বলেন, বিজেপির ২০১৮ সালের মিথ্যা প্রতিশ্রুতি নয়। মিসড কল দিয়ে চাকরি নিয়ে মিথ্যা কথা নয়। পশ্চিমবঙ্গের মতো এই রাজ্য নির্বাচনী ইস্তেহার দেওয়া প্রতিশ্রুতি ক্ষমতায় এলে পালন করবে তৃণমূল। তিনি বলেন,

• মহিলাদের জন্য বাস সার্ভিস দেওয়া হবে।
• কর মুক্ত জল।
• জলের এটিএম হবে।
• গ্রাম-শহরের সীমান্তে যাঁরা থাকেন, তাঁদের কষ্ট করে পুরসভায় আসতে হবে না।
• ডেঙ্গু ম্যালেরিয়া মুক্ত করা হবে।
• স্থানীয় ছেলে-মেয়েদের চাকরি হবে করপোরেশনে

এরপরে বিজেপির বিরুদ্ধে সরিয়ে সুস্মিতা বলেন, ত্রিপুরার যুবসমাজকে বাইক বাহিনীর চাকরি দিয়েছে বিজেপি। ৫১ আসনের সব আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল জিতবে, বুঝেই সন্ত্রাস করছে গেরুয়া শিবির। “আমরা কোনও অবস্থাতেই ত্রিপুরার মাটি ছাড়ব না। বিজেপিকে হারাবই। কেউ ভোট দিতে বাধা দিলে জানিয়ে রাখি তোমাদের পার্টির গুণ্ডাদের থেকে ত্রিপুরার মানুষের সংখ্যা বেশি।”

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version