স্কুলে গ্রুপ-ডি (Group D) কর্মী নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআইকে (CBI) দিয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta HighCourt) সিঙ্গল বেঞ্চ।এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার।
স্কুলে গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় স্কুল সার্ভিস কমিশনের ভূমিকার প্রথম থেকেই তীব্র সমালোচনা করেছে হাইকোর্টের বিচাপরতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।যদিও সোমবার সিবিআই তদন্ত নয়, গোটা বিষয়টি সিবিআই অনুসন্ধানে খতিয়ে দেখার রায় দিয়েছেন তিনি।
আরও পড়ুন- Kirti Azad: রাজধানীতে বড় চমক! তৃণমূলে যোগ দিচ্ছেন প্রাক্তন বিজেপি সাংসদ কীর্তি আজাদ
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, অবসরপ্রাপ্ত কোনও একজন বিচারপতি বা তিন বিচারপতির বেঞ্চ খতিয়ে দেখুক পুরো বিষয়টা। যদিও সেই পরামর্শ মেনে নেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
