Wednesday, November 12, 2025

১) শুধু কলকাতা ও হাওড়া নয়, বাংলার সব পুরসভায় ভোট হোক একসঙ্গে। এই দাবি নিয়ে দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। এই মামলায় কমিশনের হলফনামা চেয়েছিল আদালত। সোমবার হলফনামা জমা দিয়েছে কমিশন। আজ, বুধবার ওই মামলাটির শুনানি রয়েছে।

২) বুধবার বেলা ১১টায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানি। আদালতের আজকের রায়ের উপরই নির্ভর করবে আগামী মাসে পুরভোট হবে কী না।

৩) আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ হওয়ার কথা। বিকেল ৫টা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেখানে মুখ্যমন্ত্রী মূলত বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি ও আর্থিক বিষয় সংক্রান্ত ইস্যুতে দাবি তুলে ধরতে পারেন।

৪) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ ছাড়াও রাজধানীতে আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একাধিক কর্মসূচির রয়েছে। সকলের নজর থাকবে সেদিকেও।

৫) স্কুলে গ্রুপ-ডি কর্মী নিয়োগ মামলায় সিবিআইয়ের হাতে প্রাথমিকঅনুসন্ধানের ভার দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য। আজ বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে ওই মামলাটির শুনানি হওয়ার কথা।

৬) রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। এক দিনে নতুন আক্রান্তর সংখ্যা বেড়ে ৭০০-র পার করল। কলকাতায় ২০০ -র বেশি সংক্রমিত হয়েছেন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত শতাধিক। পাশাপাশি, কলকাতা লাগোয়া জেলাগুলিতেও সংক্রমণ কম উদ্বেগজনক নয়। তবে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর সংখ্যা আগের দিনের থেকে কিছুটা কমেছে। সেই সঙ্গে দৈনিক টিকাকরণ বেড়ে সাড়ে ৬ লক্ষাধিক হয়েছে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version