Saturday, August 23, 2025

Sc EastBengal: ডার্বির প্রস্তুতিতে এসসি ইস্টবেঙ্গল, নতুনদের ডার্বির গুরুত্ব বোঝাতে ব‍্যস্ত অরিন্দমরা

Date:

হাতে আর মাত্র একটা দিন। তারপর কলকাতার ঐতিহ্যবাহী ডার্বি। আর এই ঐতিহ্যের ডার্বির আগে এসসি ইস্টবেঙ্গলের সিনিয়ররা বাড়তি দায়িত্ব নিয়েছেন। ভারতীয় ফুটবলের সেরা ম্যাচের মাহাত্ম্য বোঝাতে স্প্যানিশ কোচ ম্যানুয়েল মানোলো দিয়াজ ভারতীয় দলের সিনিয়র মহম্মদ রফিক, বলবন্ত সিং, অরিন্দম ভট্টাচার্য, রাজু গায়কোয়াড়, বিকাশ জাইরুদের ছেড়ে দিয়েছেন দলের নতুনদের কাছে। রফিকরা কলকাতা ডার্বির গল্প করে নতুন ফুটবলারদের উজ্জীবিত করছেন।

এই নিয়ে সিনিয়র এক ফুটবলার বলেন, “ডার্বির গুরুত্ব বিশ্বের সব ফুটবলাররাই জানে। ওদের কিছু বলতে হয় না। নতুনরা কলকাতা ডার্বি না খেললেও তা নিয়ে ধারণা তৈরি হয়ে যায়। তবে আমরা এই ম্যাচ নিয়ে বেশি ভাবছি না। আর পাঁচটা ম্যাচের মতোই দেখছি ডার্বিকে। এই ম্যাচ নিয়ে বেশি আলোচনা করলে নিজেদের উপরই চাপ বাড়বে।”

বড় ম্যাচের প্রস্তুতিতেও ফুটবলারদের চাপমুক্ত রাখছেন কোচিং স্টাফরা। একদিনের ছুটি কাটিয়ে বুধবার থেকেই ডার্বির চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়েছে এসসি ইস্টবেঙ্গল। সকালের অনুশীলনে অবশ্য কোনও চমক ছিল না। গোয়ার শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, মানোলো দিয়াজ মাঝমাঠ ও আক্রমণ ভাগের ফুটবলারদের দিয়ে রক্ষণ ভেঙে গোল করার অনুশীলন করিয়েছেন। দুই প্রান্ত থেকে ক্রস ফেলে হেডে ও ভলিতে গোল করার মহড়াও চলে। সেট পিস থেকে গোল করার পাশাপাশি গোল যাতে না খেতে হয়, তার জন্য ডিফেন্ডারদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ।

জামশেদপুর ম্যাচে মাঝমাঠে বল ধরে খেলার লোক ছিল না। অথচ স্কোয়াডে থাকলেও ডাচ মিডফিল্ডার ড্যারেন সিডওয়েলকে খেলাননি দিয়াজ। অনুশীলনে ড্যারেনকে যেভাবে ব্যবহার করছেন স্প্যানিশ কোচ, তাতে শনিবারের মেগা ম্যাচে ডাচ মিডিওর উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে চিমা আসবেন পরিবর্ত হিসেবে। দুই সাইড ব্যাক হীরা ও রফিকের পারফরম্যান্সে নাকি সন্তুষ্ট নন কোচ। তাই অঙ্কিত, রাজু, আদিলদের তৈরি রাখছেন মানোলো দিয়াজ।

আরও পড়ুন:Santosh Tropy: সন্তোষ ট্রফিতে আজ বাংলার প্রতিপক্ষ সিকিম

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version