Sunday, May 4, 2025

Newtown Accident:নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্ট্যান্ডে ধাক্কা, গ্রেফতার গাড়ির চালক

Date:

নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা নিউটাউন মিষ্টি হাবের সামনে বাস স্ট্যান্ডে ধাক্কা মারে একটি ট্রাক । দ্রুতবেগে আসতে থাকা  ট্রাকটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই বাস স্ট্যান্ডে ধাক্কা মেরে উল্টে যায় সেটি। যদিও দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:Accident:নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের উপর উল্টে গেল ডাম্পার, মৃত ৪

শুক্রবার সাতসকালেই নিউটাউনের মতো ব্যস্ত এলাকায় এহেন ঘটনা  ঘটায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় কলকাতা। পুলিশ সূত্রের খবর, সকাল সাড়ে ছটায় সেক্টর ফাইভ এর একটি বিপণী থেকে সামগ্রী বোঝাই করে বিমানবন্দরের কার্গোতে যাচ্ছিল ট্রাকটি। তখনই বেসামাল গতির জেরে ঘটে এই দুর্ঘটনা। ট্রাকের চালক দাবি করেছেন তিনি নির্ধারিত গতিসীমার মধ্যেই গাড়ি চালাচ্ছিলেন। ইতিমধ্যেই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে স্থানীয় ইকোপার্ক থানার পুলিশ। ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কলকাতা পুলিশের আওতায় থাকা রাস্তায় একাধিক স্পিড লিমিটার রয়েছে। নিউটাউনের এই ব্যস্ত এলাকায় রয়েছে স্পিডোমিটার। তা সত্ত্বেও কীভাবে এই দুর্ঘটনার ঘটনা ঘটল তা তদন্ত করছে পুলিশ। নিউটাউনের সিসিটিভি ফুটেজ স্পিডোমিটার দেখে পুলিশ গাড়িটির গতি কত ছিল, কেন এই রকম বেপরোয়া গতিতে যাচ্ছিল গাড়িটি, সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে।

কিছুদিন আগেই চিংড়িহাটা (Chingrighata) অঞ্চলে পর পর দুর্ঘটনা ঘটে। এর জেরে আহত হন বেশ কিছু মানুষ। মৃত্যুও হয় কয়েকজনের। চিংড়িহাটায় দুর্ঘটনা নিয়ে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার  মুখে পড়েন আধিকারিকরা। এরপরই তৎপর হয় কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ। ওই অঞ্চলের দুর্ঘটনা রুখতে একগুচ্ছ পদক্ষেপ নেয় দুই কমিশনারেট।

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version