Tuesday, August 26, 2025

Niti Aayog Report : নীতি আয়োগের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, যোগী রাজ্যে বাড়ছে দারিদ্র ! স্থান তৃতীয়

Date:

এই প্রথম প্রকাশিত হয়েছে Multidimensional Poverty Index(MPI)। কোন রাজ্যে কতটা গরিব সেটাও নানা দিক থেকে বিচার করা হয়েছে বিশেষ এই সমীক্ষায়। আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নীতি আয়োগ জানিয়েছে,দেশের মধ্যে দরিদ্রতম রাজ্য হিসাবে রয়েছে বিহার, ঝাড়খন্ড ও উত্তরপ্রদেশ।

নীতি আয়োগের প্রকাশিত বহুমাত্রিক দারিদ্র সূচক অনুযায়ী বিহারে মোট জনসংখ্যার ৫১.৯১ শতাংশ, ঝাড়খণ্ডে ৪২.১৬ শতাংশ এবং উত্তরপ্রদেশে ৩৭.৭৯ শতাংশ দারিদ্র সীমার নিচে বাস করেছেন। বিজেপি-শাসিত মধ্যপ্রদেশ রয়েছে চতুর্থ স্থানে। সেখানে মোট জনসংখ্যার ৩৬.৬৫ শতাংশ গরিব।

উল্লেখযোগ্যভাবে কেরলে মাত্র ০.৭১ শতাংশ মানুষ গরিব। এরপর গোয়া, সিকিম, তামিলনাড়ু ও পাঞ্জাবের স্থান। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিহারে সবথেকে বেশি মানুষ অপুষ্টিতে ভুগছেন। এরপরই ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, যোগী রাজ্য উত্তর প্রদেশ ও ছত্তিশগড়ের স্থান। মায়েদের স্বাস্থ্য, স্কুল থেকে বঞ্চিতদের তালিকার নিরিখে,স্কুলে হাজিরার নিরিখে, বিদ্যুৎ থেকে বঞ্চিত পরিবারের সংখ্যার নিরিখেও যথেষ্ট হতাশাজনক স্থানে রয়েছে বিহার।

সূচকে বিহারের অবস্থা অন্য রাজ্যগুলির থেকে বেশ করুণ হওয়ার কারণ হিসাবে প্রতিবেদনে জানানো হয়েছে, জনসংখ্যার একটা বড় অংশ মাতৃত্বকালীন স্বাস্থ্য থেকে বঞ্চিত। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে স্কুলে যায়নি পড়ুয়ারা। ফলে রান্না করা মিড ডে মিল পায়নি পড়ুয়ারা। এ ছাড়া রান্নার জন্য জ্বালানি এবং বিদ্যুতের অভাব এর বড় কারণ বলে জানানো হয়েছে।

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছেন, পলিসি তৈরির ক্ষেত্রে এই ইনডেক্স অত্যন্ত কার্যকরী। কেউ যাতে পিছিয়ে না পড়ে সেটাও নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

Related articles

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...

মায়ের তৈরি খাবার খেয়েই চরম সিদ্ধান্ত ফেসবুকে জনপ্রিয় চতুর্থ শ্রেণির ছাত্রের

রান্নাঘরে ঝুলন্ত কুলতলির চতুর্থ শ্রেণির পল্লব নস্করের (Pallav Naskar) নিথর দেহ উদ্ধার! হতবাক পরিবার-পড়শিরা। কেন এমন চরম সিদ্ধান্ত?...

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট...
Exit mobile version