Monday, August 25, 2025

মুম্বইয়ে মমতার সফরসঙ্গী অভিষেক, উদ্ধব ঠাকরে ও পাওয়ারের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

Date:

২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্যে শান দিতে এখন থেকেই তৎপর হয়ে উঠেছে তৃণমূল(TMC) নেতৃত্ব। পাশাপাশি করোনা পরিস্থিতিতে রাজ্যে বন্ধ থাকা বাণিজ্য সম্মেলন ফের শুরু হতে চলেছে। আর এই দুই ইস্যুতে ডিসেম্বরে মুম্বই সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বিনিয়োগ টানতে একাধিক বিনিয়োগকারীর সঙ্গে কথা বলার পাশাপাশি এই সফরে এনসিপি প্রধান শরদ পাওয়ার(Sharad power) ও শিবসেনার শীর্ষ নেতা উদ্ধব ঠাকরের(Uddhav Thakre) সঙ্গে সাক্ষাৎ করে বিরোধী ঐক্যে শান দেওয়ার কাজটা সেরে ফেলতে চান মমতা। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে তাঁর সফর সঙ্গী হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

উল্লেখ্য, বঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর সর্বভারতীয় স্তরে নিজেদের ঘাঁটি ক্রমশ শক্ত করছে ঘাসফুল শিবির। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর মানেই নতুন কিছু প্রাপ্তি তৃণমূলের। সম্প্রতি মমতার দিল্লি সফরে তৃণমূলে যোগ দিয়েছেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন কংগ্রেস নেতা কীর্তি আজাদ, হরিয়ানার প্রাক্তন কংগ্রেস সাংসদ অশোক তানওয়ার এবং প্রাক্তন জেডিইউ সাংসদ পবন বর্মা। এরপর মুম্বই সফরেও কংগ্রেসের ঘর ভাঙার আশঙ্কা করছেন রাজনৈতিক মহল।

আরও পড়ুন:TMC in Tripura: ত্রিপুরায় মাত্র দু’মাসে দ্বিতীয় স্থানে তৃণমূল, বিজেপিকে ধুয়ে দিলেন কুণাল

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রয়েছে শরদ পাওয়ার উদ্ধব ঠাকরের মতো নেতাদের। বঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পর তাঁকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন এই সকল বিরোধী নেতৃত্ব। এমনকি একুশে জুলাইয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভাতে উপস্থিত ছিলেন শরদ পওয়ার। আসন্ন লোকসভা নির্বাচনকে নজরে দেখে প্রবীণ এই এনসিপি নেতার সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। এই পরিস্থিতিতে মমতার সঙ্গে ঠাকরে-পাওয়ারদের সাক্ষাৎ রাজনৈতিক দিক থেকে যে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version