Saturday, May 3, 2025

এবার চিনের বিমানবন্দরকে মোদির কীর্তি বলে দেখানোর চেষ্টা, বিজেপির জালিয়াতি ফাঁস

Date:

আগামী বছর উত্তরপ্রদেশে নির্বাচন। তার আগে নিজ রাজ্যে উন্নয়নের ঢাক পেটাতে কলকাতার মা উড়ালপুলের ছবি ব্যবহার করেছিল যোগী সরকার(Yogi govt)। যদিও যোগীর সেই টুকলি ধরা পড়ে যায়। তবে হুশ ফেরেনি। ফাঁকা উন্নয়নের ঢাক বাজাতে বেপরোয়া বিজেপির(BJP) শীর্ষ নেতৃত্ব। যার জেরে ভুয়ো উন্নয়নের ফানুস ফেটে গেল আরো একবার। এবার একেবারে আন্তর্জাতিক মহলে। প্রধানমন্ত্রী(Prime Minister) মোদির গুণকীর্তন করতে গিয়ে ফাঁদে পড়লেন একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী। বাদ গেলেন না উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি ও উপমুখ্যমন্ত্রীও।

মোদি সরকারের উন্নয়নের নজির হিসেবে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের সম্ভাব্য চেহারার ছবি পোস্ট করেছিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ও শীর্ষ নেতারা। সম্প্রতি এই বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদি। আর তার সম্ভাব্য চেহারার ছবি পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, অন্নপূর্ণা দেবী, অর্জুনরাম মেঘওয়াল, প্রহ্লাদ প্যাটেল, উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্রদেব সিং ও উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। তবে যে ছবি পোস্ট করা হয়েছে তা নয়ডার বলে চালানোর চেষ্টা হলেও আসলে তা বেজিংয়ের ডাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দরের ছবি। মোদি টিমের এহেন জালিয়াতি এদিন ফাঁস করে দিয়েছেন চিনের সরকারি চ্যানেলের এক কর্মী। যার ফলে স্বাভাবিকভাবেই মুখ পুড়েছে বিজেপির। এক টুইটে চিনের ওই সরকারি চ্যানেলের কর্মী লেখেন, “ধাপ্পা… ভারত সরকারের পরিকাঠামো উন্নয়নের সাফল্য প্রমাণে বেজিংয়ের ডাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দরের ছবি ব্যবহার করতে হল আধিকারিকদের! স্তম্ভিত।” ভুয়ো ছবি সহ বিজেপি নেতা-মন্ত্রীদের করা টুইটগুলিও একযোগে পোস্ট করেন শিওয়েই। সেই সঙ্গে আসল ছবিটি পোস্ট করে তিনি লেখেন, “চিনের বেজিং ডাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাই। এটি à§§ হাজার ৭৪৭ কোটি ডলারের মেগা প্রজেক্ট।”

অথচ চিনের এই বিমানবন্দরকে নয়ডার নির্মীয়মান বিমানবন্দর বলে দাবি করে অনুরাগ ঠাকুর টুইটে লিখেছিলেন, “নয়ডায় এশিয়ার বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর à§©à§« হাজার কোটি টাকার বিনিয়োগ আনবে”। জালিয়াতির ছবিটা আরো স্পষ্ট হয়েছে নয়ডা বিমানবন্দরের সরকারি টুইটার হ্যান্ডলেও। সেখানে ২৪ নভেম্বর একটি গ্রাফিক্যাল ডিজাইন প্রকাশ হয়। তার সঙ্গেও মিল নেই মোদির মন্ত্রীদের পোস্ট করা ছবির।

 

Related articles

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...
Exit mobile version