Monday, August 25, 2025

অন্যদের সঙ্গে পার্থক্য আছে তৃণমূলের, তবে সংসদে বিরোধী ঐক্য থাকবে: কংগ্রেসকে তোপ ডেরেকের

Date:

লোকসভা নির্বাচনকে নজরে রেখে দেশজুড়ে সংগঠন ছড়িয়ে দিতে শুরু করেছে তৃণমূল(TMC)। জাতীয় রাজনীতিতে কংগ্রেসের বহু নেতা যোগ দিয়েছেন তৃণমূল শিবিরে। ফলে তৃণমূল বনাম কংগ্রেসের সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে বিজেপি বিরোধী জোটে এই দুই দল একে অপরের পাশে থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শীতকালীন অধিবেশনের আগে সোমবার বিরোধী দলগুলোকে বৈঠকে ডেকেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)। সেখানে তৃণমূল উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছে। তৃণমূলের এই সিদ্ধান্তে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী(Adhir Chaudhary) নাম না করে কটাক্ষ করেছেন। তার সেই কটাক্ষের পাল্টা দিতে ছাড়লেন না তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)।

কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূল থাকবে না বলে তৃণমূলের তরফে জানানো পর, কংগ্রেস নেতা অধীর চৌধুরী তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “কোনও কোনও বিরোধী দল এমনও আছে, প্রকাশ্যে হয়তো তারা বিরোধী, কিন্তু আসলে তারা সরকারপক্ষের সঙ্গেই রয়েছে। সরকারের সঙ্গে সংঘাতের পরিবেশ তৈরি হলে তারা সরে দাঁড়ায়। কিন্তু কংগ্রেস এমন করে না।” এরপরই অধীরের নাম না করে পাল্টা ডেরেক টুইটে লেখেন, “সংসদে বিরোধী ঐক্য থাকবে। সাধারণ বিষয়গুলো বিরোধীদের ঐক্যবদ্ধ করবে।” তবে অন্য বিরোধীদের সঙ্গে তৃণমূলের যে পার্থক্য রয়েছে, তা-ও বুঝিয়ে দিয়েছেন তিনি। ডেরেকের কথায়, “একটা বিষয় উল্লেখ করতে হবে যে আরজেডি, ডিএমকে, সিপিআই এবং সিপিএম— এরা সকলেই কংগ্রেসের নির্বাচনী সহযোগী। এনসিপি-শিবসেনা এবং ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার চালায়। কিন্তু তারা আমাদের নির্বাচনী সহযোগী নয় এবং আমরা তাদের সঙ্গে সরকারও চালাই না। এটাই হল পার্থক্য।”

আরও পড়ুন:Suman Paul: অবাধ ভোট হলে বোর্ড গড়ত তৃণমূল, ত্রিপুরায় জয়ের পর দাবি সুমনের

অর্থাৎ এদিন তৃণমূলের তরফে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে, কংগ্রেসের সঙ্গে তৃণমূল কোনরকম দেওয়া-নেওয়ার রাজনীতিতে নেই। এবং কংগ্রেসের উপর তারা নির্ভরশীল নয়। তবে বিজেপি বিরোধিতার প্রশ্ন যখন উঠবে সেখানে তৃণমূল অবিচল।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version