Thursday, November 13, 2025

KMC 131: অভিভাবকহীন শোভনের কাননে এবার জোড়াফুল ফোটাবেন রত্না

Date:

কলকাতা পুরসভার (KMC) ১৩১ নম্বর ওয়ার্ড থেকে জিতে দু’দুবার মেয়র হয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee)। কিন্তু পারিবারিক ও ব্যক্তিগত কারণে এখন রাজনৈতিক “সন্ন্যাস” নিয়েছেন শোভনবাবু। প্রায় বছর চারেক আগে ছেড়েছেন বেহালার (Behala) পর্ণশ্রীর (Pornoshree) বাড়ি। মেয়র (Mayor) পদ থেকেও সেই সময় ইস্তফা দিয়েছেন। সেই থেকে ১৩১ নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁর। বান্ধবী বৈশাখী (Boisakhi Banerjee) ও নিজেকে নিয়ে তিনি এতটাই ব্যস্ত যে এই কয়েক বছরে কারোর কোনও খোঁজখবর নেননি তিনি। কার্যত “অভিভাবকহীন” ছিল ১৩১ নম্বর ওয়ার্ডের মানুষ।

যদিও দায়িত্বজ্ঞানহীন স্বামীর শাপমোচনে ঘর সংসার সামলায় ১৩১ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে দাঁড়ান রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee) কাউন্সিলর না হয়েও এই ওয়ার্ডের যাবতীয় কাজ কর্ম দেখতেন তিনি। করোনা কিংবা আমফান, মহামারী হোক কিংবা প্রাকৃতিক বিপর্যয়, দিনে-রাতে আপদে-বিপদে মানুষের পাশে থেকেছেন রত্না।

এহেন রত্না চট্টোপাধ্যায়ের সামনে এবার আনুষ্ঠানিকভাবে
কাউন্সিলর হওয়ার হাতছানি। তৃণমূলের তরফে টিকিট পাওয়ার বিষয়টি অবশ্য প্রত্যাশিত ছিল রত্নার কাছে। তাঁর কথায়, ”বিধায়ক হব কোনও দিন ভাবিনি, তবে আমার আশা ছিল ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হব। ওয়ার্ডের সঙ্গে এতটাই আত্মিকভাবে জড়িয়ে গিয়েছি যে আমার কখনও মনে হয়নি আমি কাউন্সিলর নই।”

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রত্না বলেন, ”আমি ভাবিনি কোনও দিন বিধায়ক হব, সেই সম্মান দেওয়ার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। তবে আমার আশা ছিল ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হব।”

আরও পড়ুন:শোভনের আরও দুই “সন্তান”র খোঁজ পর্ণশ্রীর বাড়িতে, কোলেপিটে মানুষ করেছেন রত্না

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version