Thursday, August 21, 2025

Parliament Winter Session: রাজ্যসভা থেকে ওয়াকআউট, ধর্নায় তৃণমূল-সহ ১৫ বিরোধী দলের সাংসদরা

Date:

ফের উত্তাল সংসদ (Parliament Winter Session)। রাজ্যসভা (Rajya Sabha) থেকে ওয়াকআউট করলেন তৃণমূল কংগ্রেস সহ ১৫ বিরোধী দলের সাংসদরা। গত বাদল অধিবেশনের সময় একাধিক নিয়মভঙ্গের অভিযোগ ওঠে। সেই কারণে সোমবারই ১২ জন বিরোধী দলের  সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন স্পিকার। তারপরই তীব্র বিরোধিতা শুরু করে বিরোধী দলগুলি। তবে এই ইস্যুতে মঙ্গলবার সংসদের উভয়কক্ষ উত্তাল হবে তার জানাই ছিল। আর এমনটাই হল। রাজ্যসভা থেকে ওয়াকআউট করলেন তৃণমূল কংগ্রেস সহ ১৫ বিরোধী দলের সাংসদরা।

আরও পড়ুন: R Hari Kumar: নৌসেনা প্রধানের দায়িত্বে ভাইস অ্যাডমিরাল আর হরি কুমার

গোটা শীতকালীন অধিবেশনে (Parliament Winter Session) যেসব সাংসদদের বহিষ্কার করা হয়েছে তাঁরা হলেন, এলমারাম করিম (সিপিএম), ফুলো দেবী নেতাম, ছায়া ভার্মা, আর বোরা, রাজামণি প্যাটেল, সৈয়দ নাসির হুসেন, অখিলেশ প্রসাদ সিং (আইএনসি), বিনয় বিশ্বম (সিপিআই), দোলা সেন এবং শান্তা ছেত্রী (তৃণমূল কংগ্রেস), প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং অনিল দেশাই (শিবসেনা)।

মঙ্গলবার সকালেই সংসদের গান্ধী মূর্তির সামনে ধর্নায় বসেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্যসভার দুই সাংসদ শান্তা ছেত্রী (Shanta Chhetri) ও দোলা সেন (Dola Sen (। সংসদের অধিবেশন শুরুর সময়, সকাল ১১টায় বিরোধীরা প্রথমেই সাংসদদের সাসপেনশনের ইস্যু নিয়ে সরব হন। রাজ্যসভায় বলতে শুরু করেন মল্লিকার্জুন খারগে। তিনি  সাসপেনশনের সিদ্ধান্ত আরও এক বার বিবেচনার কথা বলেন। কিন্তু তা কার্যত খারিজ করেন বেঙ্কাইয়া।

রাজ্যসভার চেয়ারম্যান (Chairman of Rajya Sabha) সাফ জানান, সাংসদরা কক্ষের একাধিক নিয়ম ভেঙেছেন। তাই এই শাস্তি তাদের প্রাপ্য। শাস্তি দেওয়ার পরেও তাঁরা কেউ ক্ষমা চাইতে আসেননি। বরং পাল্টা এই শাস্তির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। যদি ক্ষমা চাইতেন, তাহলে সাসপেনশনের সিদ্ধান্ত একবার বিবেচনা করে দেখা যেত। ঠিক তারপরই ফের উত্তাল হয় রাজ্যসভা কক্ষ। বিরোধীরা আবার তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন।

আরও পড়ুন: BJP: প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে ২৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

এরপরেই  বিরোধীরা ওয়াক আউট  শুরু করেন। রাজ্যসভা থেকে বেরিয়ে যায় ১৫টি বিরোধী দল। তৃণমূল কংগ্রেসের সাংসদরা সরাসরি এসে বসে পড়েন গান্ধী মূর্তির সামনে। যেখানে ইতিমধ্যে প্রতিবাদ চালাচ্ছেন সাসপেন্ড হওয়া তৃণমূলের সাংসদরা। জানা গিয়েছে, রাজ্যসভায় যদি সাংসদদের শাস্তি প্রত্যাহার না করা হয়, তাহলে রাজ্যসভার অধিবেশন বয়কট করতে পারেন বিরোধীদলের সাংসদরা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version