তৃণমূল প্রার্থীদের নিয়ে শনিবার মহারাষ্ট্র নিবাসে  বৈঠক শীর্ষ নেতৃত্বের

দলের প্রার্থীদের  পুরোদমে প্রচার চলছে ওয়ার্ড ওয়ার্ডে

পুরভোটে লড়তে নামা দলের সব প্রার্থীদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। আগামী শনিবার কলকতার মহারাষ্ট্র নিবাস হলে দুপুর একটায় এই বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম সহ দলের শীর্ষ নেতৃত্ব।

দলের প্রার্থীদের  পুরোদমে প্রচার চলছে ওয়ার্ড ওয়ার্ডে। ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। তার আগে দলের প্রার্থীদের পেপটক দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এবারে ৩৯ জন নতুন মুখ রয়েছেন। বাকিরা পুরনো। ৭ জনের ওয়ার্ড বদল হয়েছে। ২১ এর কঠিন নির্বাচনে বিপুল জয়ের পর এই মূহুর্তে তৃণমূল কংগ্রেস তুঙ্গে অবস্থান করছে। সেখানে কোনওরকম অতিরিক্ত আত্মবিশ্বাস যাতে প্রার্থীদের মধ্যে না আসে সেটা যেমন মনে করিয়ে দেওয়া হবে, একই সঙ্গে প্রচারে কোন বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে মানুষের কাছে তুলে ধরতে হবে বলে দেওয়া হবে তাও।

আরও পড়ুন- Supreme Court: সুপ্রিম নির্দেশ: বিবাহ বিচ্ছেদ হলেও সন্তানের ভরণপোষণ দায়িত্ব বাবারই

নির্বাচন পর্বে বিভিন্ন রকম ভাবে প্ররোচনা দিতে পারে বিজেপি কোনও অবস্থাতেই যেন কোনও প্ররোচনায় কেউ পা না দেয় তা বিশেষ ভাবে বলে দেওয়া হবে।কোভিডের সময় সরকারের পরিষেবা, দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রীসহ সরকারি প্রকল্পগুলি যাতে আরও বেশি করে পুরভোটের প্রচারে আসে সেকথাও স্মরণ করিয়ে দেওয়া হবে প্রার্থীদের। বহু পুরনো জনপ্রতিনিধি রয়েছেন। কিন্ত পুরনো হলেও তাঁরাা যাতে প্রতিটি মানুষের দরজায় পৌঁছন সেটাও বলা হবে তাঁদের।

Previous articleKolkata Police: সঙ্কটজনক বাসযাত্রীকে দ্রুত অক্সিজেন দিয়ে হাসপাতালে পাঠালেন ওসি সৌভিক, কৃতজ্ঞ রোগীর পরিবার
Next articleতাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ অক্ষুন্ন রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে, মালা রায়ের প্রশ্নে জবাব কেন্দ্রের