Tripura: ভোট মিটলেও স্বমহিমায় ত্রিপুরা পুলিশ, ফের বাধা তৃণমূলের কর্মসূচিতে

বিজেপির(BJP) অঙ্গুলিহেলনে আবারো ত্রিপুরার(Tripura) মাটিতে তৃণমূলের কর্মসূচিতে বাধা হলো পুলিশ বাহিনী

0
1

নির্বাচন শেষ হয়ে গিয়েছে। তবে ত্রিপুরায় বিপ্লব দেবের(Biplab Deb) পুলিশ রয়েছে আগের অবস্থানেই। বিজেপির(BJP) অঙ্গুলিহেলনে আবারো ত্রিপুরার(Tripura) মাটিতে তৃণমূলের কর্মসূচিতে বাধা হলো পুলিশ বাহিনী। বৃহস্পতিবার তৃণমূলের(TMC) ডাকা গণঅবস্থানের অনুমতি মিলল না পুলিশের তরফে।

ত্রিপুরা পুরসভা নির্বাচনে লাগাতার হিংসা, ভোটদানে বাধা ও গণতন্ত্রকে প্রহসনে পরিণত করা হয়েছে এই অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত আগরতলার ওরিয়েন্ট চৌমুহনিতে গণঅবস্থানের ডাক দিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। ৪৮ ঘণ্টা আগে এই কর্মসূচির জন্য অনুমতি চাওয়া হয়েছিল। তবে বুধবার পশ্চিম ত্রিপুরার এসডিপিও (সদর) রমেশ যাদব তৃণমূলের রাজ্য আহ্বায়ক সুবল ভৌমিককে চিঠিতে জানান, ওই স্থানে গণ অবস্থানের অনুমতি দেওয়া সম্ভব নয়। কাজের দিনে বেশি সংখ্যায় লোক হলে ট্রাফিক সমস্যা ও সাধারণ মানুষের দুর্ভোগ হতে পারে বলে চিঠিতে সাফাই দেওয়া হয়েছে।

আরও পড়ুন:KMC 90: বিজেপি ভোট পাখি, উন্নয়নই হাতিয়ার তৃণমূলের চৈতালীর

পুলিশের তরফে অনুমতি বাতিল হওয়ার পর রীতিমত ক্ষোভ উগরে তৃণমূল নেতা সুবল ভৌমিক বলেন, “ময়দানে কীভাবে গণ অবস্থান হয়? এই রাষ্ট্রীয় ব্যবস্থায় কোনও দলের যে সুবিধা পাওয়া উচিত সেটা তৃণমূলকে দেওয়া হচ্ছে না। পুলিশ দলদাসের ভূমিকা নিয়েছে। আমরা অচিরেই কর্মসূচি করব। তৃণমূলকে এভাবে আটকে রাখা যাবে না।”