Sunday, January 18, 2026

Cyclone Jawad: শনিবার সকালেই আছড়ে পড়বে ‘‌জাওয়াদ’, আগাম সতর্কবার্তা প্রশাসনের; হলুদ ও কমলা সতর্কতা জারি

Date:

Share post:

দক্ষিণ-‌পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্র-‌ওড়িশা উপকূলে শনিবার সকালে আছড়ে পড়বে ‘‌জাওয়াদ’। যার নিট ফল, শনিবার থেকে সোমবার পর্যন্ত রাজ্যে টানা বৃষ্টি হাওয়ার জোরদার সম্ভাবনা। সপ্তাহ শেষে তাই দক্ষিণবঙ্গের জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

*জেনে নিন কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে:*

শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, দুই পরগনা, ঝাড়গ্রাম ও হাওড়ায়। রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-‌সহ দুই মেদিনীপুর, দুই পরগনা, ঝাড়গ্রাম ও হাওড়ায়। পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান ও মালদায়।
এর প্রভাব কিন্ত শুরু হয়ে যাবে শনিবারই । ওইদিন থেকে ঝোড়ো হাওয়া বইবে রাজ্যের একাধিক জেলায়। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত চলবে বৃষ্টিপাত।

পূর্ব অভিজ্ঞতা থেকে প্রশাসন কোনও ঝুঁকি নিতে রাজি নয়।
১২ জেলায় ইতিমধ্যেই এনডিআরএফ মোতায়েন করা হয়েছে।
কলকাতায় ২ কোম্পানি NDRF টিম মোতায়েন করা হয়েছে। এক কোম্পানি করে NDRF টিম মোতায়েন করা হয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি এবং নদিয়ায়।  ১২টি জেলার জেলাশাসককে সতর্কবার্তা পাঠানো হয়েছে।
তৎপর সুন্দরবন প্রশাসনও। এলাকায় শুরু হয়ে গিয়েছে মাইকিং।

ঘূর্ণিঝড় জাওয়াদ (Jawad) রুখতে নবান্নে প্রস্তুতি তুঙ্গে। কল্যাণী, দিঘা, কাকদ্বীপ, সন্দেশখালি, আরামবাগ এবং খড়গপুরে একটি করে এবং কলকাতায় দুটি টিম মোতায়েন করা হয়েছে। শুক্রবারের মধ্যে আরও আটটি টিম মোতায়েন করা হবে।

*এক নজরে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ ‘ এর প্রভাব:*

তিন তারিখ বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপটি ঘুর্নিঝড়ে পরিনত হওয়ার সম্ভবনা আছে।

৪ তারিখ সকালে সেটি পৌঁছে যাবে উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশায়।

এ রাজ্যে ৪,৫,৬ দক্ষিণবঙ্গের জেলা গুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

৪ তারিখ পুর্ব মেদনীপুরে ও দক্ষিনবঙ্গের কিছু জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হবে৷ পাঁচ তারিখ বৃষ্টি আর একটু বাড়বে।
৪ তারিখ সকাল থেকে ৪৫-৫৫ কিলোমিটার যা বেড়ে ৬৫ কিলোমিটার হতে পারে। তারপর বেড়ে ৬০-৭০ কিমি বেড়ে সন্ধ্যা থেকে ১২ ঘন্টা চলবে৷
সমুদ্র উত্তাল থাকবে৷
৫ তারিখ বৃষ্টি আরো বাড়বে।

৩ তারিখ থেকে মৎসজীবীরা সমুদ্রে মাছ ধরতে যাবেন না।

৪ তারিখ সকালে উত্তর অন্ধ্র ও দঃ ওড়িশা পৌঁছাবে

৪, ৫, ৬ দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টি হবে।
পূর্ব মেদিনীপুরে ভারি বৃষ্টি হবে।
৫ তারিখ বৃষ্টি বাড়বে
ভারি থেকে অতি ভারি

৪ তারিখ সমূদ্র উপকূলবর্তী জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝড়।

৫ তারিখ ৪০-৫০ কিমি বেগে ঝড়।

৪ তারিখ থেকে সমুদ্রের জল বাড়বে।

মাঠে ধান, সরষে, আলু চাষের
ক্ষতির সম্ভাবনা আছে।

সমুদ্র পর্যটন স্থল বন্ধ রাখার নির্দেশ।

spot_img

Related articles

এসআইআর চলাকালীন অশান্তি ঠেকাতে রাজ্যকে সতর্ক করল কমিশন

রাজ্যে চলমান এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার সময় সাম্প্রতিক অশান্তির ঘটনার পর নির্বাচন কমিশন রাজ্য সরকারের দিকে সতর্কবার্তা...

এসআইআর আতঙ্কের জের! শান্তিপুর ও নামখানায় মৃত ২

বাংলায় এসআইআর-বলির সংখ্যা দীর্ঘতর হচ্ছে। নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তের জোরে প্রতিদিনই মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। নদিয়া ও দক্ষিণ...

মোদির সফরে বদলে গেল মালদহ টাউন স্টেশন! নিরাপত্তার চাপে প্রশ্নের মুখে জীবিকা

চিরচেনা কোলাহল, যাত্রীদের ভিড় আর হকারদের ডাক—এই দৃশ্যেই অভ্যস্ত মালদহ টাউন স্টেশন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra...

প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলা জুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানি কার্যত হেনস্থার রূপ নিয়েছে—এই অভিযোগ তুলে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের...