Thursday, August 21, 2025

পাকিস্তান থেকে আসে দূষিত হাওয়া: সুপ্রিম কোর্টে দাবি যোগী সরকারের, পাল্টা তোপ আদালতের

Date:

বায়ুদূষণ(air pollution) মামলায় সুপ্রিম কোর্টের(Supreme Court) শুনানি চলাকালীন যোগী সরকারের(Yogi government) উকিল রঞ্জিত কুমার শুক্রবার জানালেন, উত্তর প্রদেশ ডাউনবিট এলাকা। ফলে সেখানে বেশিরভাগ হাওয়া পাকিস্তান(Pakistan) থেকে আসে। এই অবস্থায় উত্তরপ্রদেশের চিনি মিল ও দুধের ফ্যাক্টরী গুলির উপর কোনরকম বিধি নিষেধ লাগানো উচিত নয়। এহেন বক্তব্যের পর পাল্টা আদালতের তরফে প্রধান বিচারপতি যোগী সরকারকে কটাক্ষ করে জানালেন, তাহলে আপনারা চাইছেন পাকিস্তানের ফ্যাক্টরি গুলিকে বন্ধ করা হোক।

উল্লেখ্য, বায়ু দূষণের জেরে ভয়াবহ অবস্থা রাজধানী দিল্লির। দূষণ নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র ও দিল্লি সরকারকে পদক্ষেপ নিতে বলা হয়েছিল আদালতের তরফে। তাতেও কাজ না হয় দিল্লি উত্তরপ্রদেশ সহ সংলগ্ন এলাকাগুলিতে কলকারখানার ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে। এর প্রভাব পড়েছে উত্তরপ্রদেশেও । উত্তরপ্রদেশের চিনি ও দুধ ফ্যাক্টরিগুলি ৮ ঘন্টার জন্য চালু রাখার নির্দেশ দিয়েছে আদালত। এরই প্রতিবাদে শীর্ষ আদালতে উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী বলেন, এই সিদ্ধান্তে কৃষকদের সমস্যা হবে। তাছাড়া দিল্লি থেকে ওই কারখানা গুলির দূরত্ব ৯০ কিলোমিটার। এবং উত্তর প্রদেশ ডাউনবিট এলাকা হওয়ায় সেখানে পাকিস্তান থেকে দূষিত হওয়া আসে। এর প্রত্যুত্তরে আদালত জানায়, তাহলে আপনারা এখন পাকিস্তানের কারখানাগুলো বন্ধ করতে চাইছেন। পাশাপাশি সুপ্রিম কোর্ট আরো জানিয়েছে আপনারা আয়োগের কাছে যান তাদেরকে বিষয়টি বলুন এবং সিদ্ধান্ত নিন।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version