Thursday, August 28, 2025

বিকল্প জোটে মমতার পাশে অখিলেশ? কংগ্রেসকে ‘শূন্য’ বলে কটাক্ষ

Date:

জাতীয় রাজনীতির মঞ্চে কংগ্রেসকে দূরে সরিয়ে বিকল্প জোটের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(MamataBanerjee)। আর এই জোটে যোগ দিতে পারে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি(Samajwadi Party)। কংগ্রেসকে(Congress) তোপ দাগার পাশাপাশি তেমনই সম্ভাবনার কথা শুনিয়ে দিলেন সপা প্রধান আখিলেশ যাদব(AkhileshYadav)। আগামী বছর উত্তরপ্রদেশে নির্বাচন। সেই উপলক্ষে অখিলেশ জানালেন, “এরাজ্যে ক্ষমতায় থাকা বিজেপি সাফ হয়ে যাবে আসন্ন বিধানসভা নির্বাচনে, যেমন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাফ হয়ে গিয়েছে।”

সম্প্রতি বুন্দেলখন্ডে ঝাঁসিতে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অখিলেশ যাদব বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাই যেভাবে তিনি পশ্চিমবঙ্গে বিজেপিকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। উত্তরপ্রদেশের মানুষও একইভাবে বিজেপিকে ধুলোয় মিশিয়ে দেবে।” পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প জোটের প্রশ্নে আখিলেশ বলেন, “যখন সময় আসবে তখন আমরা অবশ্যই এ বিষয়ে কথা বলব।” তবে মমতার সুরে কংগ্রেসকে তোপ দাগতে ছাড়েননি অখিলেশ যাদব। তিনি বলেন, “মানুষ আর কংগ্রেসকে ভোট দেবে না। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনে কংগ্রেস শূন্য আসন পাবে।” অবশ্য কংগ্রেসের বিরুদ্ধে অখিলেশের তোপ এই প্রথমবার নয়, এর আগেও তাকে বলতে শোনা গিয়েছিল, “উত্তরপ্রদেশের মানুষ কংগ্রেসকে খারিজ করেছে। ২০১৭ সালের নির্বাচনে আমরা কংগ্রেসের সঙ্গে ছিলাম তবে কংগ্রেসের সঙ্গে আমাদের অভিজ্ঞতা অত্যন্ত খারাপ।”

আরও পড়ুন:TMC Meeting: পুরভোটের প্রার্থীদের নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের বৈঠক

অবশ্য এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিকল্প জোটের বিষয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে না চাইলেও, কংগ্রেস বিরোধিতায় মমতার মতই একই সুর শোনা গিয়েছে অখিলেশের গলায়। পাশাপাশি বঙ্গ নির্বাচনে যেভাবে বিজেপিকে তৃণমূল ধুলিস্যাৎ করে দিয়েছে তা আগামী লোকসভা নির্বাচনে নতুন আশার সঞ্চার করেছে বিরোধীদের কাছে। এই পরিস্থিতিতে অখিলেশ বিকল্প জোটের প্রশ্নে সরাসরি মুখ না খুললেও তার বক্তব্যে এটা কার্যত স্পষ্ট কংগ্রেসকে বাইরে রেখে বিরোধী জোট তৈরি হলে তাতে অংশগ্রহণ করতে কোনও আপত্তি নেই অখিলেশ যাদবের।

 

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version