Saturday, August 23, 2025

উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনকে নজরে রেখে ‘কল্পতরু’ হয়ে উঠলেন মোদি

Date:

নির্বাচনী হাওয়া বইতে শুরু করলেই উপহারের ঝুলি কাঁধে নিয়ে উপস্থিত হন নরেন্দ্র মোদি(Narendra Modi)। এবারেও তার ব্যতিক্রম হল না। আগামী বছর ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ড(Uttarakhand) নির্বাচন। চেনা অংকে এবার উত্তরাখণ্ডের মাটিতে কল্পতরু হয়ে দেখা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর উন্মোচন করতে দেখা গেল তাঁকে। আর এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম দিল্লি-দেরাদুন অর্থনৈতিক করিডর। যা তৈরি করতেই খরচ পড়বে ৮ হাজার ৩০০ কোটি টাকা। তবে প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি কংগ্রেসকে খোঁচাও দিলেন মোদি।

এদিন উত্তরাখণ্ডের সভামঞ্চে প্রধানমন্ত্রী বলেন, “২০০৭ থেকে ২০১৪, এই সময়কালের কেন্দ্রীয় সরকার সব জাতীয় সড়কের মাত্র ২৮৮ কিমি তৈরি করেছিল ৬০০ কোটি টাকা খরচ করে। সেখানে আমাদের সরকার ৭ বছরে উত্তরাখণ্ডে ২ হাজার কিমির বেশি জাতীয় সড়কের অংশ নির্মাণ করেছে ১২ হাজার কোটি টাকা খরচ করে।” শুধু তাই নয় প্রধানমন্ত্রী আরো বলেন, “এই সব প্রকল্পগুলি থেকে উত্তরাখণ্ড আগামী বহু বছর ধরে লাভবান হবে। আগামী দশক উত্তরাখণ্ডের। গত পাঁচ বছরে উত্তরাখণ্ডের উন্নয়নের জন্য উন্নয়নের জন্য ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে।”

আরও পড়ুন:Kancha Badam Song: পুলিশে অভিযোগ দায়ের ‘কাঁচা বাদাম’ গানের স্রষ্টা ভুবন বাদ্যকারের! কিন্তু কেন?

প্রসঙ্গত, আগামী বছর নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়তে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সাম্প্রতিক সময়ে যোগীকে সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশে একের পর এক অনুষ্ঠানে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আর এই সবটাই হয়েছে নির্বাচনকে নজরে রেখে। অনুষ্ঠান সরকারি হলেও এর আড়ালে কার্যত বিজেপির হয়ে প্রচার শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদি। সেই ধারা অব্যাহত রইল উত্তরাখণ্ডেও।

Related articles

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...
Exit mobile version