Monday, May 5, 2025

উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনকে নজরে রেখে ‘কল্পতরু’ হয়ে উঠলেন মোদি

Date:

নির্বাচনী হাওয়া বইতে শুরু করলেই উপহারের ঝুলি কাঁধে নিয়ে উপস্থিত হন নরেন্দ্র মোদি(Narendra Modi)। এবারেও তার ব্যতিক্রম হল না। আগামী বছর ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ড(Uttarakhand) নির্বাচন। চেনা অংকে এবার উত্তরাখণ্ডের মাটিতে কল্পতরু হয়ে দেখা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর উন্মোচন করতে দেখা গেল তাঁকে। আর এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম দিল্লি-দেরাদুন অর্থনৈতিক করিডর। যা তৈরি করতেই খরচ পড়বে ৮ হাজার ৩০০ কোটি টাকা। তবে প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি কংগ্রেসকে খোঁচাও দিলেন মোদি।

এদিন উত্তরাখণ্ডের সভামঞ্চে প্রধানমন্ত্রী বলেন, “২০০৭ থেকে ২০১৪, এই সময়কালের কেন্দ্রীয় সরকার সব জাতীয় সড়কের মাত্র ২৮৮ কিমি তৈরি করেছিল ৬০০ কোটি টাকা খরচ করে। সেখানে আমাদের সরকার à§­ বছরে উত্তরাখণ্ডে ২ হাজার কিমির বেশি জাতীয় সড়কের অংশ নির্মাণ করেছে ১২ হাজার কোটি টাকা খরচ করে।” শুধু তাই নয় প্রধানমন্ত্রী আরো বলেন, “এই সব প্রকল্পগুলি থেকে উত্তরাখণ্ড আগামী বহু বছর ধরে লাভবান হবে। আগামী দশক উত্তরাখণ্ডের। গত পাঁচ বছরে উত্তরাখণ্ডের উন্নয়নের জন্য উন্নয়নের জন্য à§§ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে।”

আরও পড়ুন:Kancha Badam Song: পুলিশে অভিযোগ দায়ের ‘কাঁচা বাদাম’ গানের স্রষ্টা ভুবন বাদ্যকারের! কিন্তু কেন?

প্রসঙ্গত, আগামী বছর নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়তে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সাম্প্রতিক সময়ে যোগীকে সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশে একের পর এক অনুষ্ঠানে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আর এই সবটাই হয়েছে নির্বাচনকে নজরে রেখে। অনুষ্ঠান সরকারি হলেও এর আড়ালে কার্যত বিজেপির হয়ে প্রচার শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদি। সেই ধারা অব্যাহত রইল উত্তরাখণ্ডেও।

Related articles

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...
Exit mobile version