VVS Laxman: ১৩ ডিসেম্বর জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমির প্রধান হিসাবে যোগ দেবেন লক্ষন : সূত্র

আগামী ১৩ ডিসেম্বর থেকে বেঙ্গালুরুতে এনসিএ-তে যোগ দেবেন লক্ষণ। লক্ষ্মণ ছাড়াও এনসিএ-র পেস বোলিং কোচ হিসেবে ট্রয় কুলির নিয়োগেও শনিবার শিলমোহর পড়েছে।

শনিবার কলকাতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক (BCCI) সাধারণ সভায় চূড়ান্ত হয়ে গেল জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমির(NCA) প্রধান হিসেবে ভিভিএস লক্ষ্মণের( VVS Laxman) যোগ দেওয়ার বিষয়। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) জায়গায় এলেন লক্ষণ। ভারতীয় দলের কোচ হওয়ায় জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমির পদ খালি হয়ে যায়। এরপরই সেই পদে ভিভিএস লক্ষণকে আনেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।

আগামী à§§à§© ডিসেম্বর থেকে বেঙ্গালুরুতে এনসিএতে যোগ দেবেন লক্ষণ। লক্ষ্মণ ছাড়াও এনসিএর পেস বোলিং কোচ হিসেবে ট্রয় কুলির নিয়োগেও শনিবার শিলমোহর পড়েছে বোর্ডের সভায়। এর আগে তিনি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বোলিং কোচ ছিলেন। শনিবার বোর্ডের একটি সূত্রকে উদ্ধৃত করে এক সর্বভারতীয় সংবাদসংস্থা জানাচ্ছে, “লক্ষ্মণের সঙ্গে চুক্তি সই হয়ে গিয়েছে। মুম্বইতে চলতি ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টেই ধারাভাষ্যকার হিসেবে আপাতত শেষ দেখা যাবে লক্ষ্মণকে। à§§à§© ডিসেম্বর থেকে উনি বেঙ্গালুরুতে কাজ শুরু করবেন। ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সময়ও ভারতীয় দলের সঙ্গে থাকবেন তিনি।”

আরও পড়ুন:IPL: আইপিএলে কি বেটিং-এর কালো ছায়া? তদন্তের নির্দেশ বিসিসিআইয়ের