বিশ্ব ট্যুর ফাইনালসের ফাইনালে (BWF World Tour Finals) হার পিভি সিন্ধুর( Pv Sindgu)। রবিবার দক্ষিণ কোরিয়ার আন সে ইয়ং-এর(An Seyoung) কাছে পরাজিত হলেন তিনি। ম্যাচের ফলাফল ১৬-২১, ১২-২১ ফলে। টানা তিন বার দক্ষিণ কোরিয়ার এই ব্যাডমিন্টন খেলোয়াড়ের কাছে হারলেন সিন্ধু।

ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখান আন সে ইয়ং। ম্যাচে এদিন সার্ভিস এবং স্ট্রোকও অনেক ভাল করেন দক্ষিণ কোরিয়ার এই শাটলার। ৪০ মিনিটের এই ম্যাচে আন সে ইয়ং-এর কাছে দাঁড়াতেই পারেননি সিন্ধু। কার্যত আত্মসমর্পণ করেছেন। ম্যাচ শেষে সিন্ধু বলেন, “আন ভাল খেলোয়াড়। আমি জানতাম ম্যাচটা সহজ হবে না। ভাল প্রস্তুতি নিয়েছিলাম। তবে প্রথম থেকে ওকে এগিয়ে যেতে দেওয়া উচিত হয়নি। শেষ দিকে কয়েকটা পয়েন্ট নেওয়ার চেষ্টা করলেও তা কাজে লাগেনি। দুঃখ লাগলেও আমার কাছে এটা একটা শিক্ষা।”