Wednesday, August 20, 2025

Kejriwal-Sidhu: কেজরিওয়ালের বাড়ির বাইরে শিক্ষকদের বিক্ষোভ, ধরনায় সামিল সিধু

Date:

ইঁটের বদলে পাটকেল! এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মোহালিতে গিয়ে শিক্ষকদের আন্দোলনে শামিল হয়েছিলেন। কংগ্রেস সরকারের দিকে আঙুলও তুলেছিলেন। এবার দিল্লি এসে তাঁর বাড়ির সামনেই সেই শিক্ষা ব্যবস্থা নিয়েই প্রতিবাদে বসলেন নভজ্যোৎ সিং সিধু। পাঞ্জাব কংগ্রেসের সভাপতি।

সামনেই পঞ্জাব বিধানসভা নির্বাচন। তার আগে যুযুধান শাসকদল কংগ্রেস এবং বিরোধী আম আদমি পার্টি। রাজনৈতিক ময়দানের লড়াইয়ে কেউ একে অপরকে জায়গা ছাড়ছে না। দিল্লি সরকারের বিরুদ্ধে বহুদিন ধরে ক্ষোভ প্রকাশ করছেন স্কুল শিক্ষকরা। তাঁদের স্থায়ী করার দাবি তুলেছেন। রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে ধরনায় বসেন শিক্ষকরা। সেখানেই যোগ দেন পাঞ্জাব কংগ্রেসের প্রদেশ সভাপতি সিধু। তাঁর অভিযোগ, কেজরিওয়াল সরকার দিল্লিতে ২০টি  নতুন কলেজ ও ৮ লক্ষ নতুন চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। তবে, সেই প্রতিশ্রুতি রাখেনি সরকার।

পঞ্জাব নির্বাচনে দিল্লির শিক্ষা কাঠামোকে সাফল্যের খতিয়ান হিসেবে তুলে ধরেছে আপ। এদিন এই শিক্ষা কাঠামো নিয়েই সিধু টুইটে দিল্লি সরকারকে নিশানা করে লেখেন, ‘সরকার কথা দিয়েছিল, চুক্তির ভিত্তিতে যে শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল তাঁদের স্থায়ী করে মাসিক বেতনের ব্যবস্থা করা হবে। অথচ সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। স্কুল-কলেজে গেস্ট টিচার দিয়েই কাজ চালানো হচ্ছে।’ এছাড়াও তিনি অভিযোগ করেন,’স্কুল পরিচালন সমিতিতে আপ কর্মীরা সরকারি তহবিল থেকে বছরে ৫ লক্ষ টাকা পাচ্ছে। যে টাকা স্কুলের উন্নয়নের জন্য খরচ করার কথা।’

আরও পড়ুন- কোটি কোটি টাকার প্রতারণার মামলায় জড়িত থাকার অভিযোগ, মুম্বই বিমানবন্দরেই আটকানো হল Jacqueline Fernandez-কে

Related articles

রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে নিবিড় জনসংযোগে জোর অভিষেকের

রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সেখানে...

শোস স্টপার দেব, তবে রঘু ডাকাতের লুকসে চমক অনির্বাণের

পুজোয় মাত করবে রঘু ডাকাত। টিজার লঞ্চেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেবের (Dev) লুকস থেকে দেবের রঘু ডাকাত...

স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম! উত্তরপাড়া থানায় আত্মসমর্পণ স্বামীর

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায়ের। স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে...

বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

সংসদে সংবিধানের সংশোধনের নামে সংবিধান হত্যার খেলায়ে মেতেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। তার পাল্টা সংবিধান রক্ষার লড়াই বিরোধী...
Exit mobile version