Sunday, November 9, 2025

Kejriwal-Sidhu: কেজরিওয়ালের বাড়ির বাইরে শিক্ষকদের বিক্ষোভ, ধরনায় সামিল সিধু

Date:

ইঁটের বদলে পাটকেল! এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মোহালিতে গিয়ে শিক্ষকদের আন্দোলনে শামিল হয়েছিলেন। কংগ্রেস সরকারের দিকে আঙুলও তুলেছিলেন। এবার দিল্লি এসে তাঁর বাড়ির সামনেই সেই শিক্ষা ব্যবস্থা নিয়েই প্রতিবাদে বসলেন নভজ্যোৎ সিং সিধু। পাঞ্জাব কংগ্রেসের সভাপতি।

সামনেই পঞ্জাব বিধানসভা নির্বাচন। তার আগে যুযুধান শাসকদল কংগ্রেস এবং বিরোধী আম আদমি পার্টি। রাজনৈতিক ময়দানের লড়াইয়ে কেউ একে অপরকে জায়গা ছাড়ছে না। দিল্লি সরকারের বিরুদ্ধে বহুদিন ধরে ক্ষোভ প্রকাশ করছেন স্কুল শিক্ষকরা। তাঁদের স্থায়ী করার দাবি তুলেছেন। রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে ধরনায় বসেন শিক্ষকরা। সেখানেই যোগ দেন পাঞ্জাব কংগ্রেসের প্রদেশ সভাপতি সিধু। তাঁর অভিযোগ, কেজরিওয়াল সরকার দিল্লিতে ২০টি  নতুন কলেজ ও ৮ লক্ষ নতুন চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। তবে, সেই প্রতিশ্রুতি রাখেনি সরকার।

পঞ্জাব নির্বাচনে দিল্লির শিক্ষা কাঠামোকে সাফল্যের খতিয়ান হিসেবে তুলে ধরেছে আপ। এদিন এই শিক্ষা কাঠামো নিয়েই সিধু টুইটে দিল্লি সরকারকে নিশানা করে লেখেন, ‘সরকার কথা দিয়েছিল, চুক্তির ভিত্তিতে যে শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল তাঁদের স্থায়ী করে মাসিক বেতনের ব্যবস্থা করা হবে। অথচ সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। স্কুল-কলেজে গেস্ট টিচার দিয়েই কাজ চালানো হচ্ছে।’ এছাড়াও তিনি অভিযোগ করেন,’স্কুল পরিচালন সমিতিতে আপ কর্মীরা সরকারি তহবিল থেকে বছরে ৫ লক্ষ টাকা পাচ্ছে। যে টাকা স্কুলের উন্নয়নের জন্য খরচ করার কথা।’

আরও পড়ুন- কোটি কোটি টাকার প্রতারণার মামলায় জড়িত থাকার অভিযোগ, মুম্বই বিমানবন্দরেই আটকানো হল Jacqueline Fernandez-কে

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version