সংসদে তৃণমূলের রণকৌশল ঠিক করতে মঙ্গলবার সংসদীয় কমিটির বৈঠকের ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। আর সেই বৈঠকে যোগ দিতে সোমবার দিল্লির(Delhi) উদ্দেশে রওনা দিলেন তিনি। অন্যদিকে আগামীকাল মঙ্গলবার মালদহে প্রশাসনিক বৈঠক যোগ দিতে হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস(Shatabdi express) ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
জানা গিয়েছে, আগামী ৭ ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দুপুর ১টায় দলের সাংসদদের নিয়ে বৈঠক করবেন। সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরে হবে বৈঠক। এখান থেকেই দলের সাংসদদের সংসদীয় রণনীতি বাতলে দেবেন তিনি। সম্প্রতি রাজ্যসভা থেকে দোলা সেন ও শান্তা ছেত্রীকে সাসপেন্ড করার পর লাগাতার গান্ধী মূর্তির পাদদেশে ধর্না-অবস্থান চালিয়ে যাচ্ছেন তৃণমূল সাংসদরা। সেই বিষয়গুলিও নিয়েও আলোচনা করবেন অভিষেক। এর পাশাপাশি সংসদে কংগ্রেসের সঙ্গে কী স্ট্র্যাটেজি নেওয়া হবে, সে বিষয়েও দলীয় সাংসদদের নির্দেশ দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আরও পড়ুন:ভুল বোঝাবুঝির জেরে গুলি চলেছিল নাগাল্যান্ডে: সংসদে বিবৃতি অমিত শাহের
অন্যদিকে আজই জেলা সফরের উদ্দেশ্য রওনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাওয়াদের জেরে রাজ্যের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টারের পরিবর্তে ট্রেনে সফর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে মালদা সফরের উদ্দেশ্যে হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস ধরেন তিনি। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী কনভয় নিয়ে যাবেন উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে। সেখানেই উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠক করবেন। বৈঠক শেষ করে মঙ্গলবারই মালদহ ফিরে আসবেন। পরদিন বুধবার সকালে মালদহ জেলার প্রশাসনিক বৈঠক। সেই বৈঠক শেষ করে সড়কপথে মুখ্যমন্ত্রী যাবেন মুর্শিদাবাদ। ওই দিনই বিকেলে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে। পরদিন মুর্শিদাবাদ থেকে আসবেন নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে। বৃহস্পতিবার কৃষ্ণনগরেই হবে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক। ওই দিনই কলকাতায় ফিরে আসবেন তিনি।