Sunday, November 9, 2025

নাগাল্যান্ড ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষ, বিবৃতি দেবেন অমিত শাহ

Date:

নাগাল্যান্ডে(Nagaland) নিরাপত্তারক্ষীদের গুলিতে ১৩ গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা দেশ। আর এই ইস্যুতে সোমবার সরগরম হয়ে উঠলো সংসদ(parliament)। জানা গিয়েছে, আজ দুপুর তিনটেয় এই ঘটনার প্রেক্ষিতে লোকসভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister)। বিকেল চারটায় তিনি বিবৃতি দেবেন রাজ্যসভাতে।

নাগাল্যান্ড গুলিকান্ডের ঘটনায় সোমবার রাজ্যসভাতে সরব হতে দেখা যায় কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গেকে। এরপরই রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বলেন, নাগাল্যান্ডের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এই ইস্যুতে আজ সংসদে বিবৃতি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরই সংসদের দুই কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্য বক্তব্যের সময় নির্ধারিত হয়। যদিও নাগাল্যান্ডের ঘটনায় রাজ্যসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলের সাংসদরা। ব্যাপক হট্টগোলের জেরে অধিবেশন মুলতবি করে দেন চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু।

আরও পড়ুন:Election Commission: মে মাসের মধ্যে সবকটি পুরসভায় ভোট, হাইকোর্টে হলফনামা নির্বাচন কমিশনের

এদিকে গতকালের ঘটনায় এফআইআর হয়েছে আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে। এফআইআরে রাজ্য পুলিশ জানিয়েছে, ঘটনার সময় কোনও পুলিশ উপস্থিত ছিল না। কোনও পুলিশের উপস্থিতির জন্য কোনও থানায় আবেদনও জানায়নি আধা সামরিক বাহিনী। তাই এটা স্পষ্ট যে, সাধারণ মানুষকে হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য।

কিন্তু ঠিক কী ঘটেছিল কাল? এফআইআরে উল্লেখ করা হয়েছে, দুপুর সাড়ে ৩ টেয় ওটিং গ্রামের কয়লা খনির শ্রমিকেরা তিরু থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। বোলেরো পিক আপ গাড়িতে ফিরছিলেন তাঁরা। আফার তিরু ও ওটিং গ্রামের মধ্যবর্তী লংখাও এলাকায় গাড়িটি পৌঁছনোর পরই গুলি চালাতে শুরু করে নিরাপত্তা বাহিনী। আর তাতেই একাধিক গ্রামবাসীর মৃত্যু হয়েছে। অন্যদিকে সেনার তরফে বিবৃতি দেওয়া হয়েছে, গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নাগাল্যান্ডের মন জেলার তিরু এলাকায় সেনা অভিযান চালানো হয়।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version