Thursday, August 28, 2025

প্রতিদিনই দীর্ঘ হচ্ছে তালিকা। ভারতে গত ২ ডিসেম্বর প্রথম ওমিক্রনে আক্রান্তের খোঁজ মিলেছিল কর্নাটকে। সেখানে ২ ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়ে তাঁদের মধ্যে কয়েকজন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরছিলেন। এরপর গুজরাতেও (Gujrat) হানা দেয় ওমিক্রন। একে একে মুম্বই এবং দিল্লির পর মঙ্গলবার রাজস্থানেও ওমিক্রনের হদিশ মিলেছে। এসবের মধ্যেই মহারাষ্ট্রে বেপাত্তা বিদেশ থেকে আসা ১০০ র বেশি ব্যক্তি!

এই প্রসঙ্গে কল্যাণ ডোম্বিভালি পৌর কর্পোরেশনের প্রধান বিজয় সূর্যবংশী (Vijay Suryavanshi ) জানান যে ২৯৫ জন সম্প্রতি বিদেশ থেকে মুম্বইয়ে ফিরেছেন, তার মধ্যে ১০৯ জনের কোনও হদিশ নেই। আর এই নিখোঁজ বিমানযাত্রীদের ফলে মাথায় চিন্তা ভাঁজ পড়েছে রাজ্য প্রশাসনের। উদ্বিগ্ন স্বাস্থ্য আধিকারিকরাও।

জানা গিয়েছে, সম্প্রতি বিদেশ থেকে ২৯৫ জন দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে ১০৯ জনের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। থানের  টাউনশিপ এলাকার এই বাসিন্দারা বিদেশ থেকে ফিরার পর থেকেই এক্কেবারে বেপাত্তা। এর মধ্যে বেশ কয়েকজনের মোবাইল ফোনও আবার সুইচ অফ। অনেকের বাড়ি গিয়ে দেখা গিয়েছে সেটি তালাবন্ধ। কেএমডিসির নিয়ম অনুযায়ী, ঝুঁকিপূর্ণ দেশ থেকে ফিরলে আগামী সাতদিন হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। অষ্টম দিনে করাতে হবে কোভিড পরীক্ষা। যদি সেই রিপোর্ট নেগেটিভও হয় সুরক্ষার খাতিরে আরও সাতদিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁদের। এই নিয়ম যাতে কোনওভাবেই লঙ্ঘিত না হয় সেই বিষয়ে প্রথম থেকেই কড়া নজর রেখেছে রাজ্য প্রশাসন। তার মধ্যেই এই ধরণের ঘটনা সত্যিই উদ্বেগজনক।

আরও পড়ুন- পুরভোট নিয়ে দ্বিচারিতা! প্রার্থী খুঁজে না পেয়ে অজুহাত দিচ্ছে বিজেপি: তীব্র আক্রমণ কুণালের

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version