Wednesday, November 19, 2025

Administrative Meeting: লক্ষ্য শিল্পস্থাপন: উত্তর দিনাজপুরে টেক্সটাইল পার্ক, জেলা প্রশাসনের তৎপরতা বৃদ্ধির বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

বিপুল ভোটে জিতে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তারপর থেকেই শিল্পস্থাপন এবং কর্মসংস্থানের উপর জোর দিয়েছেন তিনি। মঙ্গলবার, কর্ণজোড়ায় দুই দিনাজপুরের (Dinajpur) প্রশাসনিক বৈঠক থেকে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। বৈঠক এ রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Hakrishna Dwivedi) জানান, যে তিনটি টেক্সটাইল পার্ক (Textiles Park) হচ্ছে। তারমধ্যে একটি হচ্ছে উত্তর দিনাজপুরে। সেখানে দুই দিনাজপুরের তাঁতিরা। আয়ের সুযোগ পাবেন। থাকবে পাওয়ারলুম তৈরির সুবিধা।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানেন, দুই দিনাজপুরে দ্রুত পুরভোট হবে। পুর কমিশনারদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। বলেন, “মাধ্যমিক, উচ্চমাধ্যমিক-সহ বোর্ডের পরীক্ষার মধ্যে পুরভোট নয়, কবে পরীক্ষা, কবে গঙ্গাসাগর মেলা, হোলি। তারিখ-তালিকা তৈরি করে জমা দিন”। স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর

এর পাশাপাশি রাজ্যের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন মমতা। দুয়ারে সরকারের দ্বিতীয় পর্বের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পয়লা জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আবার ২০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার। তিনি জানান, মৎস্যজীবী এবং শিল্পীদের জন্য আলাদা কার্ড আনা হচ্ছে। এদিনই বৈঠক থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

বুধবার, সকালে মালদহের প্রশাসনিক বৈঠক রয়েছে। সেখানে বৈঠক সেরে মুখ্যমন্ত্রী যাবেন মুর্শিদাবাদে। বিকেলে সেখানেই জেলার প্রশাসনিক বৈঠক হওয়ার সম্ভাবনা। মুর্শিদাবাদ থেকে নদিয়াতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার, কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক রয়েছে। সেখানে জেলাশাসক, বিডিও, জন প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তিনি। বৈঠক সেরে সেদিনই কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

Related articles

বিয়েবাড়িতে সলমনের সিগনেচার স্টেপ হুবহু নকল শাহরুখের! স্টারডম ভুলে মঞ্চ কাঁপালেন দুই ‘খান’

নয়ের দশকের করণ- অর্জুন ২০২৫ সালে এসেও যে একই ভাবে বন্ধুত্ব বজায় রাখতে জানেন তার প্রমাণ মিলল দিল্লির...

নিয়োগ মামলায় শর্তসাপেক্ষে জামিন কল্যাণময়ের

পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার শিক্ষক নিয়োগ মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)। বুধবার...

মানিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে কোর্টের অনুমতি

নিয়োগ মামলায় তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু...

অভিযোগ-পাল্টা অভিযোগ! এবার আনন্দ বোসের বিরুদ্ধে থানায় FIR দায়ের কল্যাণের

রাজভবনে (Raj Bhavan) বোমা-বন্দুক মন্তব্যের জেরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন...
Exit mobile version