Thursday, November 13, 2025

Jalpaiguri: ভাল্লুকের খোঁজে জলপাইগুড়ি শহরে আনা হল ‘ঐরাবত’

Date:

মঙ্গলবার সকাল থেকে জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের তিস্তা উদ্যানে ভাল্লুকের (Bear) অস্তিত্ব নিয়ে চাঞ্চল্য ছড়ায়। ফলে সন্ধেয় বন্ধ করে দেওয়া হয় বইমেলা। এরপরেই বনদফতরের বিভিন্ন শাখার বিশেষ টিমগুলিকে ডাকা হয়। শুরু হয় ভাল্লুকের খোঁজ। তবে, রাত কেটে ভোর হলেও দেখা পাওয়া যায়নি তার। ফলে, এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সকাল থেকে শুরু হয়েছে জোর তল্লাশি। ভাল্লুক ধরতে আনা হয়েছে বনদফতরের বিশেষ গাড়ি ঐরাবত।

লোকালয়ে ভাল্লুকের আনাগোনা প্রসঙ্গে গরুমারা ওয়াল্ড লাইফ ডিএফও আনসু যাদব জানান, পাহাড় থেকেই লোকালয়ে আসছে ভাল্লুক। তবে অন্যান্য দিনের মতো বুধবার সকাল থেকে বন্যপ্রাণীর আতঙ্কের কারণে এই এলাকায় বাসিন্দাদের মর্নিং ওয়ার্ক করতে দেখা যায়নি ।

আরও পড়ুন-World Inequality Report: মোদির ‘আচ্ছে দিন’ কোথায়? এখন ‘দরিদ্র, চরম অসাম্যে’র দেশ ভারত

মঙ্গলবার, পায়ের ছাপ দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে ছিল। তবে কি ভাল্লুক চলে এসেছে শহরে? পায়ের ছাপ দেখে প্রাথমিকভাবে অনুমান বনদফতরের। তবে ভাল্লুকটি হয়তো খুব সম্ভবত বেশি বড় হবে না এবং অনেকটা পথ হেঁটে আসার ফলে হয়তো কিছুটা জখম হয়েছে তাই রক্তের ছাপ পড়ে রয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক একথাই জানান অঞ্জন গুহ, উদ্যান এবং কানন বিভাগের উত্তরবঙ্গের বিভাগীয় বন আধিকারিক। তিনি আরো বলেন, যেহেতু এখনও দেখা মেলেনি বন্যপ্রাণীটির তাই পার্কে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা এবং লাইটের ব্যবস্থা করা হচ্ছে। আপাতত বুধ-বৃহস্পতিবার উদ্যানে প্রবেশাধিকার বন্ধ থাকবে। একই সঙ্গে জেলার অন্যান্য পার্কগুলিতেও নজরদারি বাড়ানো হবে। সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখার পরেই পার্কগুলিতে সাধারণ মানুষের প্রবেশের ব্যবস্থা করা হবে। তবে পাহাড় থেকে কেন ভাল্লুক নীচে নেমে আসছে সেবিষয়টি এখনও পরিষ্কার নয়।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version