Thursday, August 28, 2025

একুশের বিধানসভা নির্বাচনের ধারা বজায় রেখে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বার অ্যসোসিয়েশনের নির্বাচনেও (Bar Association Election 2021) জয়জয়কার তৃণমূলের আইনজীবীদের। নির্বাচনে সিংহভাগ আসনে তৃণমূলপন্থী প্রার্থীরা জয়ী হয়েছেন। জয়ী প্রার্থীদের তালিকায় খুব তাৎপর্যপূর্ণ ভাবে অনেক মহিলা আইনজীবীও রয়েছেন। দলগতভাবে মিশ্র ফল হলেও ৬৭% আসনে জয়ী হয়েছেন মহিলা আইনজীবীরা। যদিও আলংকারিক সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী অরুণাভ ঘোষ (Arunabha Ghosh) ৷ এছাড়া, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থী কল্লোল মণ্ডল। তবে পরিচালনা সমিতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থী প্রার্থী বিশ্বব্রত বসু মল্লিক ৷

আরও পড়ুনঃ Sayantika Banerjee: জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে সায়ন্তিকা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

সংখ্যার বিচারে এবার দুর্দান্ত ফল করেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। গুরুত্বপূর্ণ ১৫ পদের ১১টি তৃণমূল কংগ্রেস প্যানেলের আইনজীবীদের দখলে গেছে। সভাপতি ও সহ-সভাপতি পদে হয়েছে তীব্র লড়াই। সভাপতি পদে কংগ্রেসের অরুণাভ ঘোষের প্রাপ্ত ভোট ১১৫০। তৃণমূল কংগ্রেসের সর্দার আমজাদ আলী পেয়েছেন ১০৫৭ ও বিজেপি—র প্রমীত রায় পেয়েছেন ১০৩২ ভোট।

সহ-সভাপতি পদে জয়পরাজয়ের ব্যবধান মাত্র ১৮ ভোটের। বিজেপি-র কল্লোল মণ্ডল ১২৭২ আর তৃণমূলের সুপ্রিয় চট্টোপাধ্যায় ১২৫৪ ভোট পেয়েছেন। সহ-সম্পাদক পদে বড় ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্যানেলের সোনাল সিনহা। সোনালের প্রাপ্ত ভোট ১৪৩০। আর সহ-সম্পাদক দ্বিতীয় পদেও জয় তৃণমূলের ওয়াসিম আহমেদের। কোষাধ্যক্ষ হয়েছেন তৃণমূলের জয়দীপ ব্যানার্জি।

একনজরে কলকাতা হাইকোর্ট বার অ্যসোসিয়েশনের নির্বাচনের ফলাফল

সভাপতি- অরুণাভ ঘোষ, কংগ্রেস ও বাম সমর্থিত প্রার্থী।

সহ-সভাপতি – কল্লোল মণ্ডল, বিজেপি সমর্থিত প্রার্থী।

সম্পাদক- বিশ্বব্রত বসু মল্লিক, তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী।

১)সহ সম্পাদক- সোনাল সিনহা, তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী।

২) সহ সম্পাদক- ওয়াসিম আহমেদ, তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী।

কোষাধ্যক্ষ- জয়দীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী।

এছাড়া ৯টি এক্সিকিউটিভ সদস্য পদের মধ্যে ৭টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। দুই আসনে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। জয়ী ৯ এক্সিকিউটিভ সদস্যরা হলেন, সঙ্গীতা রায়, কাকলি নস্কর, সুমন সাহা, দেবলীনা সাহু, অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়, পর্ণা রায়চৌধুরী, সুতপা বন্দ্যোপাধ্যায় (দাশগুপ্ত), অমৃতা পাণ্ডে, মেরি দত্ত । সব থেকে বেশি ভোট পেয়েছেন সঙ্গীতা রায় ১৭৭৩। ১৫ সদস্যের কমিটির মধ্যে ৯ জনই মহিলা।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version