Saturday, August 23, 2025

বিজয় হাজারে ট্রফির( Vijay Hazare Trophy) প্রথম ম‍্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখল বাংলা( Bengal)। বৃহস্পতিবার পুদুচেরির ( Puducherry) কাছে ৮ রানে হারল সুদীপ চট্টোপাধ্যায়ের দল। বৃষ্টির কারণে ভিজেডি (ভি জয়দেবন) সিস্টেমে পন্ডিচেরির কাছে আট রানে হারে বাংলা।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়। প্রথমে ব‍্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৬৪ রান তোলে বাংলা। বাংলার হয়ে দুরন্ত ব‍্যাটিং শাহবাজ আহমেদের। ৮৫ রানে অপরাজিত তিনি। অভিষেক দাস করেন মাত্র ৮  রান। শ্রীবৎস গোস্বামী করেন ৪৫ রান। অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় করেন ২৭ রান। ঋত্বিক রায় চৌধুরি করেন ৩২ রান। পুদুচেরির হয়ে তিনটি উইকেট নেন সুবোধ ভাটি। দুটি করে উইকেট নেন ভরত ভূষণ শর্মা ও সাগর পি উদেশী। একটি উইকেট নেন পবণ দেশপান্ডে।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পুদুচেরির। শুরুতেই উইকেট হারায় তারা। অধিনায়ক দামোদরন রোহিত করেন শূন‍্য রান। পুদুচেরির হয়ে লড়াই চালন পবণ দেশপান্ডে এবং পরশ ডোগরা। পবণ ৬২হরানে অপরাজিত।  ৪১ রানে অপরাজিত পরশ ডোগরা। বড় জুটি গড়ে পুদুচেরিকে ম্যাচে ফিরিয়ে আনেন তারা। কিন্তু বৃষ্টির জেরে খেলা ভেস্তে যায়, আর এই সময় পুদুচেরি ২ উইকেট হারিয়ে ৩০ ওভারে ১৩২ রান করে। ফলে ভিজেডি পদ্ধতিতে ৮ রানে এগিয়ে থাকে পুদুচেরি।

আরও পড়ুন:Indian Team: টি-২০, একদিনের ক্রিকেটে রোহিতের ডেপুটি হিসাবে উঠে এল এই ক্রিকেটারের নাম

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version