Sunday, August 24, 2025

Omicron: কলকাতাতেও ওমিক্রন আতঙ্ক! ব্রিটেন ফেরত মহিলার ঠাঁই বেলেঘাটা আইডি

Date:

ওমিক্রন আতঙ্কে কাঁপছে গোটা দেশ। এরইমধ্যে কলকাতাতেও শুরু হল ওমিক্রন(Omicron) আতঙ্ক। শুক্রবার রাতে ব্রিটেন থেকে একটি বিমান কলকাতায় অবতরণ করে। বিমানবন্দরে আরটিপিসিআর(RTPCR) টেস্ট করাতেই এক মহিলার দেহে করোনার মৃদু উপসর্গ ধরা পরে। এরপরই ওমিক্রন সন্দেহে তাঁকে অ্যাম্বুল্যান্সে দ্রুত বেলেঘাটা আইডি-তে পাঠানো হয়।আপাতত সেখানেই আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন তিনি।

আরও পড়ুন:দেশে ফের বাড়ল করোনায় দৈনিক মৃতের সংখ্যা, সুস্থ হচ্ছেন ওমিক্রন আক্রান্তরা

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ওই তরুণীর দেহে করোনার নয়া প্রজাতি বাসা বেঁধেছে কিনা তা দেখার জন্য জেনোম সিকোয়েন্সিং-এর পরামর্শ দেওয়া হয়েছে। ওমিক্রন সন্দেহে আক্রান্তদের জন্য বেলেঘাটা আইডিতে আলাদা ওয়ার্ড করা হয়েছে। পাশাপাশি ওই বিমানে আসা যাত্রীদের প্রত্যেকের দিকে নজর রাখছে স্বাস্থ্যদফতর।

কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, ব্রিটেন থেকে কলকাতাগামী যে বিমান রাত ২টো ৩০ নাগাদ কলকাতায় পৌঁছয় সে বিমানেরই যাত্রী ছিলেন ওই মহিলা। বিমানবন্দরে অবতরণের পর বাকি যাত্রীদের সঙ্গে তাঁরও করোনা পরীক্ষা করা হয়। দেখা যায় তাঁর রিপোর্ট পজিটিভ। এরপরই সকালে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এদিকে এই ঘটনার পরই শহরে দানা বেঁধেছে ওমিক্রন আতঙ্ক।

করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন(Omicron) ইতিমধ্যেই আতঙ্কের কারণ হয়ে উঠেছে বিশ্বজুড়ে। এরই মাঝে করোনার জেরে শুক্রবার দেশে বাড়ল দৈনিক মৃতের সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় দেশে মৃতের সংখ্যা বেড়েছে প্রায় চারগুণ। এহেন ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক(Central Health ministry)। অন্যদিকে করোনার(covid) নয়া ভেরিয়েন্ট ওমিক্রনকে হারিয়ে সুস্থ হয়ে উঠছেন মহারাষ্ট্রের প্রথম আক্রান্ত।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version