বৈষম্যকে দূরে সরিয়ে হিংসা এবং অসাম্যের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আজ ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস (World Humanrights Day)। আজকের দিনটির কথা মাথায় রেখে টুইট (Tweet) করেন মুখ্যমন্ত্রী।

নিজের টুইটার হ্যান্ডেলে (Tweeter Handle) মুখ্যমন্ত্রী লেখেন,
“এই বছর মানবাধিকার দিবসে কয়েকটি শপথ নেওয়া অত্যন্ত জরুরি। চলুন আমরা হিংসা এবং অসাম্যের বিরুদ্ধে আওয়াজ তুলি। একজোট হয়ে পরস্পরের জন্য লড়াই করি। একে অপরের পাশে দাঁড়াই। একজোট হয়ে লড়াইয়ে আমরা মানবাধিকার খর্ব করে এমন যে কোনও শক্তিকে পরাস্ত করতে পারব। এবারের মানবাধিকার দিবসে মানুষের অধিকারটাই সবার আগে রাখা উচিত।’

On this Human Rights Day, let us pledge to rise above hate and inequality. Let us come together and fight for each other, stand by each other. Together, we can defeat all forces that dare to abuse our fundamental rights.
This #HumanRightsDay let us choose HUMANITY ABOVE ALL.
— Mamata Banerjee (@MamataOfficial) December 10, 2021
এই বার্তার মধ্যে দিয়ে দেশে সাম্প্রদায়িক হিংসা ও অসাম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন মমতা।
আরও পড়ুন- Bipin Rawat:পূর্ণ রাষ্টীয় মর্যাদায় চিরতরে বিদায় নিলেন দেশের প্রথম CBS বিপিন রাওয়াত
