Wednesday, August 27, 2025

শেষ তিন বছরে কতগুলি অভিযোগ জমা পড়েছে মানবাধিকার কমিশনে? জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Date:

শেষ তিন বছরে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে কতগুলি অভিযোগ জমা পড়েছে? মানবাধিকার কমিশনের কাছে জমা পড়া অভিযোগের সংখ্যা কি ক্রমশই বাড়ছে? মানবাধিকার আরও সুরক্ষিত করার লক্ষ্যে সরকার কি কোনও ব্যবস্থা নিয়েছে? মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই প্রশ্নগুলির উত্তর জানতে চান তৃণমূল কংগ্রেস সাংসদ প্রতিমা মণ্ডল।

সাংসদের ওই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ২০১৮-১৯ সালে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে ৮৯৫৮৪ টি অভিযোগ জমা পড়েছিল। ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবর্ষে অভিযোগ জমা পড়ে যথাক্রমে ৭৬৬২৮ এবং ৭৪৯৬৮টি। তুলনায় ২০২১-২২ অর্থবর্ষে ১৫ নভেম্বর পর্যন্ত ৬৭২৫৫ টি অভিযোগ জমা পড়েছে। মানবাধিকার কমিশনের কাছে অভিযোগের পরিমাণ ক্রমশই বাড়ছে, এই পরিসংখ্যান কিন্তু সেটা বলছে না বলে মন্ত্রী দাবি করেন।

একইসঙ্গে মন্ত্রী জানান, মানবাধিকার আরও সুরক্ষিত করতে সরকার প্রতিশ্রুতি বদ্ধ। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই প্রটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট ১৯৯৩ তৈরি করা হয়েছিল। মানবাধিকারকে আরও বেশি সুনিশ্চিত করতে ২০১৯ সালে ওই আইন সংশোধন করা হয়। নতুন আইনে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সংখ্যা বাড়িয়ে তিনজন করা হয়েছে। যার মধ্যে একজন মহিলা। মানুষের মধ্যে মানবাধিকার সংক্রান্ত সচেতনতা বাড়াতে সরকার একাধিক পরিকল্পনা নিয়েছে। এ ব্যাপারে নিয়মিত বিভিন্ন ধরনের সেমিনার ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন- বিজেপির ১২ মুখ্যমন্ত্রীর সঙ্গে বারাণসীতে প্রধানমন্ত্রীর ‘সুশাসন’ বৈঠকে রাজ্য জয়ের মন্ত্র

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version