Sunday, August 24, 2025

ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বন্ধ হোক চিনা আগ্রাসন, ফের সরব আমেরিকা

Date:

Share post:

লাগাতার ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের(Chaina) আগ্রাসনের জন্য জেরবার প্রতিবেশী দেশগুলি। এই ঘটনায় আগেও আন্তর্জাতিক মঞ্চে সরব হতে দেখা গেছে বহু দেশকে। এই প্রসঙ্গে ফের একবার চিনের আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়ে উঠতে দেখা গেল আমেরিকাকে(America)। সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে এসে আমেরিকার প্রতিরক্ষা সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন(Antonym Blinkin) জানালেন, খোলা সমুদ্র অঞ্চলকে নিজেদের বলে চিনের যে দাবি তা এবার বন্ধ হওয়া উচিত।

ভারত- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে চিন-আমেরিকার বাকযুদ্ধ নতুন নয়, ট্রাম্প আমলে তা চরম আকার নিয়েছিল। বাইডেন ক্ষমতায় আসার পর সে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বন্ধু রাষ্ট্রগুলিকে নিয়ে চিন বিরোধী জোট মজবুত করতে তৈরি হয়েছে আমেরিকা। সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়া সফরে এসেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব। এই সফরে এসেই চিনের বিরুদ্ধে তোপ দেগে ব্লিঙ্কেন বলেন, “ওঁরা(চিন) খোলা সমুদ্রকে নিজেদের বলে দাবি করে। রাষ্ট্র পরিচালিত সংস্থার মাধ্যমে ভরতুকি দিয়ে খোলা বাজারকে নষ্ট করা হচ্ছে।” পাশাপাশি চিনের এহেন আচরণ বন্ধ করা উচিত বলে জানিয়ে ব্লিঙ্কেন বলেন, “সব দেশে চিনের এই আচরণের বদল চায়। আমরাও চাই ওরা নিজেদের বদলে ফেলুক।”

আরও পড়ুন:৫ বছরে বিদেশে কত কালোটাকা গচ্ছিত হয়েছে? জানেই না মোদি সরকার

উল্লেখ্য, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে চিন আমেরিকার এই দ্বন্দ্ব নতুন নয়। বিগত কয়েক বছরে দক্ষিণ চিন সাগরের রীতিমতো সামরিক পরিকাঠামো করে তুলেছে লালফৌজ। বরাবর চাপে রাখার চেষ্টা হয়েছে প্রতিবেশী অন্যান্য দেশ গুলিকে। চিন দাবি করে গোটা সামুদ্রিক অঞ্চল তাদের। এর জেরেই চিনের সঙ্গে সংঘাত শুরু হয়েছে ফিলিপিন্স সহ অন্যান্য দেশ গুলির। এহেন পরিস্থিতিতে চিনকে চাপে রাখতে যুদ্ধবিমানবাহী রণতরী পাঠিয়ে শক্তিপ্রদর্শন করছে আমেরিকা।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...