Friday, November 14, 2025

গোয়ায় তৃণমূল হয় ক্ষমতায়, না হলে প্রধান প্রতিপক্ষ: অভিষেক

Date:

উত্তর কলকাতায় রোড-শোয়ের পর গেরুয়া শিবিরকে তোপ দাগলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সাফ কথা, বিজেপি চায় না দুর্গাপুজোর প্রসার ঘটুক। এরই পাশাপাশি তিনি বলেন, গোয়ায় তৃণমূল ক্ষমতায় (Goa TMC) আসবে অথবা প্রধান বিরোধী দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবে।
এমনকি, নরেন্দ্র মোদি-অমিত শাহদের চ্যালেঞ্জ জানিয়ে অভিষেকের হুঁশিয়ারি, গোটা দেশ থেকে বিজেপিকে মুছে দেবে তৃণমূল কংগ্রেস  (TMC)।

বৃহস্পতিবার বড়বাজার থেকে বউবাজার পর্যন্ত রোড-শো করেন অভিষেক । তার মন্তব্য, “এক সময় ভিন রাজ্য থেকে নেতারা এসে বলেছিলেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো করতে দেন না । আজ প্রমাণ হয়ে গিয়েছে সে কথা ছিল কতটা মিথ্যা । আসলে, বাংলাকে কলুষিত করারই ছিল সে দিন বিজেপি নেতাদের উদ্দেশ্য।

আরও পড়ুন-Mamata Banerjee: জলজমা-যানজট মুক্ত হবে বেহালা- নির্বাচনীপ্রচার মঞ্চ থেকে প্রতিশ্রুতি মমতার

একই সঙ্গে অভিষেকের দাবি, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কাজের-উন্নয়নের যে ধারা তৈরি করেছেন, তা গোটা দেশের সামনে নজির। বৃহস্পতিবারের রোড-শোয়ের সমাগম দেখে অভিষেকের মন্তব্য, “উত্তর কলকাতা তার উত্তর দিয়ে দিয়েছে। এখানকার মানুষ বুঝিয়ে দিয়েছেন তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন ।”

দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট বুঝিয়ে দেন, পুরভোটের প্রার্থী এক জনই । তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূলের এক জন প্রার্থীকে ভোট দেওয়ার অর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা । বাংলার উন্নয়নের গতি আরও এগিয়ে নিয়ে যাওয়া ।অভিষেকের পূর্বাভাস, এবার গোয়াতেও খেলা হবে ।

Related articles

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...
Exit mobile version