Wednesday, November 12, 2025

সিঙ্গুরে ‘ফ্লপ-শো’ বিজেপির, কৃষক ধর্নামঞ্চে দলীয়কর্মী এনে মুখরক্ষা শুভেন্দুর

Date:

Share post:

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জমি আন্দোলনের আঁতুরঘরে বিজেপির তিনদিনের কৃষক ধর্না মঞ্চ মুখ থুবড়ে পড়ল। সিঙ্গুরের(Singur) মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের মাধ্যমে যে রাজনৈতিক পরিবর্তন করেছিলেন সেখানে বিজেপির তিন দিনের কর্মসূচি কোনও মাত্রা পেল না। কৃষকতো দূরের কথা স্থানীয় বিজেপির(BJP) নেতারা পর্যন্ত দলীয় কোন্দলের জেরে ধর্না মঞ্চের ধার মাড়ালেন না।

গত ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া ৩ দিনের কৃষক বাঁচাও কৃষি বাঁচাও এই দাবিতে বিজেপির তিনদিনের যে ধর্না কর্মসূচি ছিল তাতে দলীয়কর্মী থেকে সিঙ্গুর সহ রাজ্যের কোন কৃষককেই দেখা যায়নি ধর্না মঞ্চে। কলকাতা থেকে একাধিক রাজ্য বিজেপি নেতারা সিঙ্গুরের ধর্নামঞ্চে এলেও, তিনদিন ধরে রাজ্যের কৃষক ও দলীয় কর্মীদের মঞ্চের আশেপাশে দেখা যায়নি। সদ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে এই তিন দিনের কর্মসূচি ডাকা হয়নি বলে তার অভিযোগ। সংবাদমাধ্যমে সেই ক্ষোভ প্রকাশ তিনি করেছেন। তিনি জানিয়েছেন, সেদিন সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই আন্দোলন ছিল গণআন্দোলন। আর এখানকার এই বিজেপির এই তিনদিনের আন্দোলন একমুখী আন্দোলন। কলকাতা থেকে নেতারা এসে ধর্নামঞ্চ করলেই হবে না। প্রকৃত কৃষকদের মনের কথা জানতে হবে। তবেই আন্দোলন বাস্তয়াবিত সম্ভব।

শেষ দিনের কর্মসূচিতে নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী তাঁর এলাকা থেকে দলীয় কর্মীদের বাসে করে না আনলে শেষ দিনের সভাও মুখ থুবড়ে পড়ত বিজেপির। তিনদিনের কর্মসূচির শেষদিনে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, তা আগামী দিনে কতটা বিজেপি সংগঠিত করতে পারবে সেই বিষয় নিয়ে বিজেপির অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে এই তিন দিনে বিজেপির ধরনা কর্মসূচি দেখে।

 

কৃষক স্বার্থের যে লড়াই, সেই লড়াইয়ে বিজেপির এই তিন দিনের কর্মসূচিকে বাস্তবায়িত করতে পারল না তার প্রধান কারণ সম্প্রতি দেশজুড়ে কৃষকদের উপর যে হত্যালীলা চালিয়েছিল বিজেপি, তারপর রীতিমতো চাপে পড়ে আইন প্রত্যাহার। তাতেই কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল বিজেপি। ফলে বিজেপির একাংশ ও কৃষকদের অভিযোগ, কৃষক হত্যা করে এইভাবে বিজেপিতে তিনদিনের কৃষক দরদী প্রেম জেগে ওঠা রাজনীতি ছাড়া আর কিছুই নয়। বলার অবকাশ রাখে না আগামী পুরসভা নির্বাচনে বিজেপি কী ফল করবে, তা এই তিন দিনের সিঙ্গুরের কর্মসূচিতে বিজেপির কঙ্কালসার চেহারাই জানান দিচ্ছে।

আরও পড়ুন:ধমকে-চমকে নয়, অবাধ নির্বাচনে বিজেপিকে শূন্য করুন, নেতা-কর্মীদের বার্তা অভিষেকের

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...