Wednesday, November 5, 2025

Bangladesh: স্বাধীনতা প্রাপ্তির সুবর্ণ জয়ন্তীতে বুধবার বাংলাদেশে পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

Date:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

তিনদিনের রাষ্ট্রীয় সফরে বুধবার সকালে বাংলাদেশে পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Kovind arrives in Bangladesh)। বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী (1971 India-Pakistan war) উপলক্ষে রাষ্ট্রপতিকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন- Atk Mohunbagan: বিএফসিকে সমীহ বাগান কোচ হাবাসের

সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান ছাড়াও বাংলাদেশে রাষ্ট্রপতির একাধিক কর্মসূচি রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (sheikh hasina) সঙ্গে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বৈঠকও করবেন বলে জানা গিয়েছে।
গোটা বিশ্বে কোভিড হানার পর এই প্রথম ভারতের রাষ্ট্রপতির বিদেশ সফর। বাংলাদেশেও রামনাথ এই প্রথম গেলেন। বাংলাদেশের স্বাধীনতা দিবসের ৫০ বছর (Victory Day Bangladesh) পূর্তি উপলক্ষে সেখানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূল অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতিকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান ছিল ভারতের। সেই কারণে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ভারতেও বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে।
মঙ্গলবার বাংলাদেশে এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর একান্তই আনুষ্ঠানিক। এই সফরের মধ্যেই দু’দেশের পারস্পরিক বোঝাপড়ায় নতুন কিছু উঠে আসবে বলে বাংলাদেশের আশা। এমনিতেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ।
বাংলাদেশের বিদেশমন্ত্রী আরও বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে যে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে, রামনাথের এই সফরে সেগুলিরও পর্যালোচনা হবে বলে আমরা মনে করছি।’

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version