প্রাথমিক শিক্ষায় ‘ভারত সেরা’ পশ্চিমবঙ্গ, ফের মমতা সরকারকে স্বীকৃতি কেন্দ্রের

সমস্ত দিক বিচার করে কেন্দ্রীয় সরকারের তরফে গোটা দেশের মধ্যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সেরার শিরোপা দেওয়া হয় পশ্চিমবঙ্গকে

মুখে বিরোধিতা যতোই চলুক মমতা সরকারের নজিরবিহীন কর্মযজ্ঞ একের পর এক স্বীকৃতি এনে দিচ্ছে পশ্চিমবঙ্গকে। সম্প্রতি বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর আন্তর্জাতিক স্বীকৃতির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) মুকুটে যোগ হলো আরো এক পালক। এইবার মোদি সরকারের(Modi Govt) তরফে জানানো হলো পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার(primary education) মান দেশের মধ্যে শ্রেষ্ঠ।

সম্প্রতি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের তরফে এক রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে। যে রিপোর্টে জানানো হয়েছে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশুদের মৌলিক সাক্ষরতা ও স্কুলমুখী হওয়ার ক্ষেত্রে গোটা দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। দেশের প্রতিটি রাজ্যের উপর সম্প্রতি শিশু শিক্ষার দিক থেকে এই মূল্যায়ন করেছিল কেন্দ্রীয় সরকার। মূলত ৪১টি সূচক সমন্বিত ৫টি প্যারামিটারের উপর ভিত্তি করে করা হয় এই মূল্যায়ন। যেগুলি হল শিক্ষাগত পরিকাঠামো, শিশুদের বিদ্যালয়মুখী করার ক্ষেত্রে সরকারের উদ্যোগ, শিশুদের মৌলিক স্বাস্থ্য, শিশুরা কতটা কী শিখছে তার মূল্যায়ন এবং প্রাথমিক শিক্ষা কেন্দ্র পরিচালনার পদ্ধতি। এই সমস্ত দিক বিচার করার পর কেন্দ্রীয় সরকারের তরফে গোটা দেশের মধ্যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সেরার শিরোপা দেওয়া হয় পশ্চিমবঙ্গকে। যা স্বাভাবিক ভাবেই রাজ্যের জন্য অন্যতম বড় একটি স্বীকৃতি।

আরও পড়ুন:ওমিক্রন আতঙ্কের মাঝে দেশে ফের বাড়ল করোনায় দৈনিক মৃতের সংখ্যা

উল্লেখ্য, দীর্ঘদিনের শাসনকে সরিয়ে রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গত ১০ বছরে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে শিশুদের দিকে বাড়তি গুরুত্ব দিয়েছিল মমতা সরকার। মিড-ডে মিলের পাশাপাশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছিল শিশুস্বাস্থ্যের বিষয়টি। শুধু তাই নয় ছোটদের স্কুলমুখী করতে বিনামূল্যে ব্যাগ, বই-খাতা, কলম এমনকি জুতো পর্যন্ত দিয়েছে সরকার। ফলস্বরূপ শহর ও গ্রামের স্কুলগুলিতে আগের তুলনায় বেড়েছে শিশুদের শিক্ষার মানও। এদিন মমতা সরকারের দীর্ঘ এই প্রচেষ্টাকেই স্বীকৃতি দিল খোদ নরেন্দ্র মোদির সরকার।

Previous articleঝোড়ো ইনিংস শুরু শীতের, আজ মরশুমের শীতলতম দিন
Next articleধর্ষণ আটকাতে না পারলে উপভোগ করুন: চরম বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার