Thursday, November 13, 2025

আগামী ১৯ ডিসেম্বর রবিবার কলকাতা পুরসভা নির্বাচনের (KMC Election) ভোট গ্রহণ। তার আগে আজ, শুক্রবার বিকেল ৫টায় শেষ হল প্রচার। আজ শেষ দিনে কলকাতার সর্বত্র প্রচারে ঝড় তুললো তৃণমূল (TMC)। এদিন ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিশিষ্ট আইনজীবী অয়ন চক্রবর্তীর (Ayan Chakraborty) সমর্থনে জোড়া রোড-শো হয়। সকালে অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) অয়নের সমর্থনে বর্ণাঢ্য রোড-শো করেন। আর বিকেলে প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের (Avijit Mukherjee) রোড-শো দিয়ে শেষ হয় ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রচার। দুটি প্রচারেই জনসমাগম ছিল চোখে পড়ার মতো। প্রচারে অংশ নিয়েছিলেন ২৮ নম্বর ওয়ার্ডের ভূমিপুত্র তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও (Kunal Ghosh)।

এদিন সকালে অয়ন চক্রবর্তী সমর্থনে প্রচারে এসে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনাদের ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধা নিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী অয়ন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। তৃণমূল ছাড়া অন্য কোনও দলকে ভোট দিয়ে আপনাদের মূল্যবান ভোটটি নষ্ট করবেন না। যারা ধর্মের নামে হানাহানি করে , যাদের কোনও কর্মসূচি নেই শুধু ধর্মসূচি আছে, সেই বিজেপি এবং তার দালাল কংগ্রেস ও সিপিএমকে একটিও ভোট নয়। আপনার একটি ভোট আগামিদিনে দিল্লির দরবারের মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠা দেবে।”

অয়ন চক্রবর্তী সমর্থনে প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “অয়ন একজন ইয়ং এনার্জেটিক নির্ভেজাল প্রার্থী। ওর কোনও কলঙ্ক নেই। ওকে ভোট দিলে আগামিদিনে আপনাদেরই লাভ। বিজেপি ডাবল ইঞ্জিনের কথা বলেছিল, একুশের বিধানসভা নির্বাচনে মানুষ ওদের মোক্ষম জবাব দিয়েছে। এখানে তৃণমূল প্রার্থীকে জেতালে আপনি চারটি ইঞ্জিনের সুবিধা পাবেন। পুরসভা থেকে শুরু করে মেয়র, মেয়র পরিষদ সবই যখন তৃণমূলের হবে নিশ্চিত হয়েছে, তখন তৃণমূলের কাউন্সিলরও করতে হবে ২৮ নম্বর ওয়ার্ডে। সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। গোটা দেশ এই কলকাতা পুরভোটের দিকে তাকিয়ে। তাই এই ভোটকে সামান্য পুরভোট না ভেবে ২০২৪-এর লোকসভা নির্বাচনের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে তৃণমূল কংগ্রেস প্রার্থীকেই ভোট দিন।”

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version