আগামী ১৯ ডিসেম্বর রবিবার কলকাতা পুরসভা নির্বাচনের (KMC Election) ভোট গ্রহণ। তার আগে আজ, শুক্রবার বিকেল ৫টায় শেষ হল প্রচার। আজ শেষ দিনে কলকাতার সর্বত্র প্রচারে ঝড় তুললো তৃণমূল (TMC)। এদিন ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিশিষ্ট আইনজীবী অয়ন চক্রবর্তীর (Ayan Chakraborty) সমর্থনে জোড়া রোড-শো হয়।
এদিন সকালে অয়ন চক্রবর্তী সমর্থনে প্রচারে এসে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনাদের ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধা নিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী অয়ন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। তৃণমূল ছাড়া অন্য কোনও দলকে ভোট দিয়ে আপনাদের মূল্যবান ভোটটি নষ্ট করবেন না। যারা ধর্মের নামে হানাহানি করে , যাদের কোনও কর্মসূচি নেই শুধু ধর্মসূচি আছে, সেই বিজেপি এবং তার দালাল কংগ্রেস ও সিপিএমকে একটিও ভোট নয়। আপনার একটি ভোট আগামিদিনে দিল্লির দরবারের মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠা দেবে।”
অয়ন চক্রবর্তী সমর্থনে প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “অয়ন একজন ইয়ং এনার্জেটিক নির্ভেজাল প্রার্থী। ওর কোনও কলঙ্ক নেই। ওকে ভোট দিলে আগামিদিনে আপনাদেরই লাভ। বিজেপি ডাবল ইঞ্জিনের কথা বলেছিল, একুশের বিধানসভা নির্বাচনে মানুষ ওদের মোক্ষম জবাব দিয়েছে। এখানে তৃণমূল প্রার্থীকে জেতালে আপনি চারটি ইঞ্জিনের সুবিধা পাবেন।